1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

দেশ আজ শৃঙ্খলিত : খালেদা জিয়া

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ৮৫ Time View

khaleda_0258‘দেশ আজ শৃঙ্খলিত’ উল্লেখ করে দেশ রক্ষায় আরও একবার ঘুরে দাঁড়াতে মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

মুক্তিযোদ্ধাদের উদ্দেশে তিনি বলেন, ‘বিএনপি প্রকৃত মুক্তিযোদ্ধাদের দল। আপনারা মুক্তিযুদ্ধ করেছেন দেশের অর্থনৈতিক মুক্তির জন্য, সামাজিক বৈষম্য দূর করার জন্য; অথচ দেশ আজ শৃঙ্খলিত। দেশের মানুষকে মুক্ত করতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে।’

বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে ‘মুক্তিযুদ্ধের শ্রেষ্ঠ অহঙ্কার জিয়াউর রহমান বীর উত্তম’ শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন শেষে মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।

খালেদা জিয়া আরও বলেন, ‘আপনারা সারাদেশে প্রকৃত মুক্তিযোদ্ধাদের নিয়ে সম্মেলন করুন। বিএনপি আপনাদের পাশে থাকবে। আপনারা প্রকৃত মুক্তিযোদ্ধা। যারা (আওয়মী লীগ) মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বলে দাবি করে তারা পাশের দেশে গিয়ে আশ্রয় নিয়েছিল। শহীদ জিয়াউর রহমানের ডাকে সাড়া দিয়ে এ দেশের মানুষ দেশ স্বাধীন করেছে।’

বিএনপি চেয়ারপারসন এ সময় মুক্তিযোদ্ধাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী, অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, নিবার্হী কমিটির সদস্য ইসমাইল হোসেন বেঙ্গল প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। এ ছাড়া ১৯ দলের মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইব্রাহীমও উপস্থিত ছিলেন।

মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে বৈঠকে মুক্তিযোদ্ধা শফীউজ্জামান খোকন, সাদেক আহমেদ খান, সৈয়দ হারুনুর রশীদ, মিজানুর রহমান খান বীর প্রতীক, মোস্তফা শাহাবুদ্দীন রেজা, মো. আবুল হোসেন, মহীউদ্দিন আহমেদ শাজাহানসহ ৬০ মুক্তিযোদ্ধা মতবিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ