1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৪ পূর্বাহ্ন

ডিভোর্সের প্রস্তাব রুমির

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ৯১ Time View

rumi02শেষ পর্যন্ত ঘর ভাঙছে রুমি-অনন্যার। দাম্পত্য কলহ থেকেই ঘর ভাঙার প্রস্তাব রাখলেন রুমি। চাইলেন ডিভোর্সের অনুমতি। শর্ত জুড়ে দিলেন অনন্যা। সবমিলিয়ে নতুন দিকে মোড় নিচ্ছে এ দাম্পত্য কলহ।

বৃহস্পতিবার দুই পক্ষের আইনজীবীর মধ্যস্থতায় আপস-মীমাংসায় বসেন তারা। রুমির আইনজীবীর কক্ষে আসেন অনন্যা ও তার মা।

এর কিছুক্ষণ পর ঘনিষ্ঠ বন্ধু মামুনকে সঙ্গে নিয়ে আসেন রুমি। এরপর শুরু হয় মামলা নিয়ে দুই পক্ষের দর কষাকষি। এর একপর্যায়ে রুমি বলেই ফেলেন, আর ঘর করা হবে  না। বিচ্ছেদ ঘটাতে চান অনন্যার সঙ্গে।

 কিন্তু তাতে আপত্তি জানান অনন্যা। তিনি এখনও তার সাথেই থাকতে চান। থাকতে চান স্ত্রীর মর্যাদা নিয়ে। কিন্তু  সিদ্ধান্তে অটল থাকে রুমি।  সম্পর্ক ধরে রখেতে তিনি নারাজ।

শেষ পর্যন্ত মধ্যস্থতায় বসেন দুই পক্ষের আইনজীবী। রুমি এসময় জানান, তিনি ১০ লাখ টাকা সন্তান অারিয়ানের নামে ডিপোজিট করে দেবেন। অার কাবিননামার এক লাখ টাকা অনন্যাকে দেবেন।

এর বদলে দিতে হবে ডিভোর্স। এ কথা শুনে হতাশ হয়ে পড়েন অনন্যা। প্রস্তাবটি তিনি মেনে নিতে পারেননি। তার সঙ্গেই ঘর করতে চান তিনি।

জানা গেছে, দর কষাকষিতে ছাড় দেননি রুমি।  তার কাছে থাকা ২০ লাখ টাকার মধ্যে ১০ লাখ টাকা দেবেন প্রথম স্ত্রী অনন্যার সন্তান আরিয়ানকে। বাকি ১০ লাখ টাকা রেখে দেবেন দ্বিতীয় স্ত্রী কামরুন্নেসার গর্ভে থাকা সন্তানের জন্য।   

উল্লেখ্য, গত বছরের ১২ অক্টোবর রুমির বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা করেন প্রথম স্ত্রী অনন্যা। নির্যাতন ও যৌতুকের জন্য মানসিক চাপ প্রয়োগের কারণে মামলাটি করেন তিনি। সে মামলায় আপসনামার ভিত্তিতে জামিন দেয়া হয় রুমিকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ