1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
মিমিকে প্রকাশ্যে মঞ্চে হেনস্তা, গ্রেপ্তার সেই যুবক নির্বাচনের পরিবেশ বিগত সরকারের আমলের চেয়ে ভালো : প্রেসসচিব আগামীকালই হবে ৫০তম বিসিএস পরীক্ষা আয়কর রিটার্ন জমার সময় আরো বাড়াল এনবিআর দেশ কোনদিকে যাবে জনগণ ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে: তারেক রহমান যে দেশে চাকরির অনিশ্চয়তা, সেখানে টিকটক করে ডলার কামানো স্বাভাবিক : অর্ষা বিশ্ববাজারে বাড়লো সোনা-তেলের দাম, শেয়ারবাজারে ধস সংঘাতে সঙ্গে জড়িত না এমন আওয়ামী লীগ নেতাকর্মীদের বিএনপিতে স্বাগত চাঁদে আঘাত হানতে পারে গ্রহাণু, পৃথিবীতে ভয়াবহ উল্কাবৃষ্টির আশঙ্কা জামায়াতের ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের

পোশাক কারখানা আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০১৪
  • ১৪৮ Time View

image_125715রানা প্লাজা ধ্বসের ঘটনা বাংলাদেশের পোশাক শিল্পের জন্য একটি টার্নিং পয়েন্ট বলে মনে করছেন কূটনীতিকরা। আজ রানা প্লাজা ধসের এক বছর পূরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তারা বলেন, এ ঘটনার পর পোশাক কারখানাগুলোতে কাজের পরিবেশ উন্নয়নের কাজ শুরু হয়েছে। শ্রমিক অধিকার রক্ষায় সরকার সচেষ্ট হয়েছে। কারখানার অবকাঠামোগত সুরক্ষা ও অগ্নি নিরাপত্তা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হয়েছে। তবে এসব পদক্ষেপ ও সরকারের দেয়া প্রতিশ্রুতি সম্পন্ন করে সব কারখানাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। তবেই টেকসই উন্নয়ন সম্ভব।

রাজধানীর একটি হোটেলে ‘রানা প্লাজা ধসের এক বছর: উন্নতি এবং অগ্রগতি’ শীর্ষক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

এতে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া বক্তব্য রাখেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) ডেপুটি ডাইরেক্টর জেনারেল গিলবার্ট হংবো, মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইউরোপীয়ান ইউনিয়নের হেড অব ডেলিগেশন উইলিয়াম হান্না, ব্রিটিশ হাই কমিশনার রবার্ট গিবসন, আইএলও’র কান্ট্রি ডিরেক্টর শ্রীনিবাস বি রেড্ডি, কানাডার হাই কমিশনার হেদার ক্রুডেন, নেদারল্যান্ডের বাংলাদেশস্থ দূতাবাসের রাষ্ট্রদূত গার্বেন ডি জং, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার এবং পোশাক উৎপাদক ও রফতানিকারকদের সংগঠন বিজিএমই’র প্রেসিডেন্ট আতিকুল ইসলামসহ আরও অনেকে।

গিলবার্ট হংবো বলেন, রানা প্লাজার ঘটনার পর আইএলও’র সহযোগিতায় বাংলাদেশ সরকার কারখানার পরিবেশ উন্নয়নে পদক্ষেপ নিয়েছে। দেশের কারখানাগুলোর নিরাপত্তামূলক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে পর্যবেক্ষণের প্রতিবেদন হতে হবে বিশ্বাসযোগ্য, সঠিক ও স্বচ্ছ। কারণ প্রতিবেদনে যদি কোনো ত্রুটি হয় তবে এর মূল উদ্দেশ্যই ভেস্তে যাবে।

ড্যান মজীনা তার বক্তব্যে বলেন, রানা প্লাজা ও তাজরীন ফ্যাশনের মতো দুর্ঘটনা যেন আর না ঘটে এটাই হওয়া উচিত সরকারের প্রতিজ্ঞা।

রবার্ট গিবসন বলেন, রানা প্লাজার ঘটনায় বিশ্বব্যাপী অনেক আলোচনা হচ্ছে। তবে যারা আলোচনা করছেন তারা কেউই বাংলাদেশের খারাপ চান না। বরং তারা চান বাংলাদেশে কারখানার পরিবেশ উন্নত হোক। তিনি বলেন, বৃটেন বাংলাদেশের কারখানার পরিবেশ ও শ্রমিকদের অধিকার রক্ষায় সহায়তা নিয়ে সরকারের পাশে আছে। আমরা চাই যেন বাংলাদেশের কারখানাগুলোতে সত্যিকারের পরিবর্তন হয় এবং আন্তর্জাতিক মানের কর্মপরিবেশ সৃষ্টি হয়।

প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, রানা প্লাজা ধস ও তাজরীন ফ্যাশনের মতো ঘটনা যেন আর না ঘটে সেজন্য আইএলও এবং উন্নত দেশগুলোর সহায়তা নিয়ে সরকার কাজ করে যাচ্ছে। দেশের সব কারখানার সুরক্ষা নিশ্চিত করতে সময় প্রয়োজন। রাতারাতি তা পরিবর্তন করা সম্ভব নয়। তাই সরকারের নেয়া পদক্ষেপগুলো যথাযথভাবে বাস্তবায়ন হলেই কারখানার পরিবেশ ও শ্রমিক সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ