1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

যাদের হাতে লাঠি থাকে তারা ডাক্তার নয়, সন্ত্রাসী: স্বাস্থ্যমন্ত্রী

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ এপ্রিল, ২০১৪
  • ১০৩ Time View

nasim58স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ডাক্তারদের হাতে লাঠি থাকবে কেন? ইন্টার্ন চিকিৎসকরা কিভাবে সাংবাদিকদের মারেন? কিভাবে এটা সম্ভব? যার হাতে লাঠি থাকবে সে ডাক্তার নয়, সে হবে সন্ত্রাসী-মাস্তান।

মঙ্গলবার বিকালে রাজধানীর মহাখালীতে জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের সম্মেলন কক্ষে চিকিৎসা শিক্ষার উৎকর্ষ নিশ্চিতকরণ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা কোন সমাজে বাস করছি? পুলিশ কর্মকর্তার উস্কানিতে রোগীর আত্মীয়রা ডাক্তারকে মারছে। ডাক্তার সাংবাদিকদের মারছে। এরা কোন সমাজ থেকে এসেছে? ডাক্তার ও সাংবাদিক উভয়ই শিক্ষিত, সম্মনিত পেশায় নিয়োজিত। এরা সবাই দেশের সেবা করছেন। কেন তাদের মধ্যে সংঘাত হবে?

এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, নীতির প্রশ্নে কোনো আপস নয়। যার যে দায়িত্ব তাকে সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাদের সবারই উদ্দেশ্য জনগণের সেবা করা।

স্বাস্থ্য শিক্ষা সম্পর্কে মোহাম্মদ নাসিম বলেন, মেডিকেল কলেজ প্রতিষ্ঠার বিষয়ে আলাদা আইন করা হবে। যারা আইন মানবে, তাদেরকেই কলেজ প্রতিষ্ঠার অনুমতি দেয়া হবে। কেন দেশে মুড়ি-মুড়কির মতো কলেজ হবে? শিক্ষার ব্যাপারে কোনো আপস নয়। মানহীন কলেজ থেকে পড়ে কেউ ডাক্তার হবে না, কসাই হবে।

সভায় দেশের ৬৫টি সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষরা যোগ দেন। এ সময় তাদের পক্ষ থেকে মন্ত্রীর কাছে স্বাস্থ্য শিক্ষার উন্নয়ন ও মান বাড়ানোর জন্য বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। দেশে নিবন্ধিত মেডিকেল কলেজের সংখ্যা ৭৬টি। অনুষ্ঠানে স্বাস্থ্যখাতের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ