1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:০২ অপরাহ্ন

লিঙ্গ পরিবর্তন করে পুরুষ থেকে নারী !

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ এপ্রিল, ২০১৪
  • ৯৩ Time View

sottojitকথায় বলে যা নেই মহাভারতে তা নেই ভারতে! শুরুটা করেছিলেন মহাভারত খ্যাত (কু-খ্যাত) শিখন্ডী। লিঙ্গ বদলে নারী থেকে তিনি হয়েছিলেন শিখন্ডী। তারপর থেকে ওই পথে হেঁটেছেন অনেকেই। এবং তাঁদের নানা ভাবে ক্ষতবিক্ষত করেছে সমসাময়িক সমাজ। তবে রূপান্তরকামীরা এসবের তোয়াক্কা করেননি। সম্প্রতি আরও একবার সমাজের কটাক্ষকে বুড়ো আঙুল দেখিয়ে পুরুষ থেকে নারী হলেন সত্যজিত্‍‌। বর্তমানে তিনি খোয়াইশ নামেই পরিচিত। এমন ঘটনা এই প্রথম ঘটেছে রাজস্থানের মতো গোঁড়া রাজ্যে।

সত্যজিতের এই স্বপ্ন পূরণের পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছিলেন তাঁর পরিবার, সমাজ। কিন্তু কোনও কিছুই আটকাতে পারেনি তাঁকে। শুধু সেক্স চেঞ্জই নয়, বিমান সেবিকা হওয়ার বহুদিনের লালিত স্বপ্নও পূরণ করার পথে পা বাড়িয়েছেন তিনি। বলিউডেও নিজের স্বতন্ত্র পরিচিতি তৈরি করতে চান খোয়াইশ।

খোয়াইশ জানিয়েছেন মুম্বাইতে বহু ডাক্তারের সঙ্গে কথা বললেও সেভাবে সাহস জড়ো করতে পারেননি। অবশেষে দিল্লিতে ডা. এস ভি কোতওয়ালের কথায় ভরসা পেয়ে সেখানেই অস্ত্রপচার করান। তবে অস্ত্রপচারের আগে দেড় বছর মানসিক প্রস্তুতির মধ্যে দিয়ে তাঁকে যেতে হয়েছে। সেই সময়ে মেয়েদের মতো জীবনযাপন করতে হয়েছিল তাঁকে। উচ্ছ্বসিত খোয়াইশ জানিয়েছেন এই নতুন জীবনে তিনি খুবই খুশি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ