
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)সূচক বাড়লেও কমেছে লেনদেন।
ওয়েবসাইট সূত্রে জানা যায়, এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে চার হাজার ৬১৬ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ৩৯৯ কোটি ১৫ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের কার্যদিবসের চেয়ে লেনদেন কমেছে ৪৫ কোটি টাকা।
ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮২টির, কমেছে ৮৬টির এবং অপরির্বতিত রয়েছে ২০টি কোম্পানির শেয়ারের দাম।
রোববার লেনদেনের ভিত্তিতে (টাকায়) শীর্ষ দশটি কোম্পানি হলো-মেঘনা পেট্রোলিয়াম,লাফার্জ সুরমা সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্ট, গ্রামীণ ফোন, অলিম্পিক, পদ্মা অয়েল, স্কয়ার ফার্মা, ইউসিবিএল, এবি ব্যাংক ও ফ্যামিলিটেক্স।
অন্যদিকে রোববার সিএসইতে সাধারণ সূচক ১০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে আট হাজার ৮৭৯ পয়েন্টে। লেনদেন হয়েছে ৩১ কোটি ২০ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট, আগের দিনের চেয়ে সিএসইতে তিন কোটি টাকা লেনদেন কমেছে।
সিএসইতে লেনদেন হওয়া ২১৮টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৩৬টির, কমেছে ৬৯টির এবং অপরিবতির্ত রয়েছে ১৩টি কোম্পানির শেয়ারের দাম।