দীর্ঘ একবছর অপেক্ষার পর শেষমেশ কার্যকর হল ডিভোর্স। বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং সেই ২০১৩ থেকে বসে ছিলেন আইনি শিলমোহরের অপেক্ষায়। অপেক্ষায় অবসান ঘটিয়ে আদালত তার এই বিবাহবিচ্ছেদের পক্ষে রায় দিয়েছেন।
২০০১ সালে চিত্রাঙ্গদা বিয়ে করেছিলেন বিখ্যাত গল্ফ খেলোয়াড় জ্যোতি রান্ধওয়ারকে। অনেক দিন সুখে ঘর করলেও সম্পর্কের চিড় ধরে ২০১৩ সালে। তারপর থেকেই দুজনে আলাদা থাকতে শুরু করেন। ডিভোর্সের আবেদন করলে আদালত তাদের একবছর অপেক্ষা করার নির্দেশ দেন। সম্পর্ক ভাঙনের কারণেই দিল্লি ছেড়ে মুম্বই চলে আসেন চিত্রাঙ্গদা। আর তখন থেকেই বলিউডে নিজেকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি।
টিনসেলের অন্যতম আকর্ষণীয় জুটি ছিল চিত্রাঙ্গদা ও জ্যোতি। জ্যোতি বিশ্বের সেরা ১০০ জল গল্ফ প্লেয়ারদের মধ্যে একজন। চিত্রাঙ্গদাও বেশ পরিচিত অভিনেত্রী। তবে এই জুটি নিজের বৈবাহিক সম্পর্ক নিয়ে কোনদিনই সেভাবে মুখ খোলেননি মিডিয়ার সামনে।
২০০৩ সালে ‘হাজারো খোয়াইশে অ্যায়সি’ দিয়ে বলিউডে পা রেখেছিলেন চিত্রা। তারপর ‘ইয়ে সালি জিন্দেগী’, ‘দেসি বয়েজ’, ‘আই মি অর ম্যায়’, ‘ইনকার’ এবং ‘আনজান’ ছবিতেও মুখ্য ভূমিকায় দেখা যায় তাঁকে। এছাড়াও ‘জোকার’ সিনেমায় এই আইটেম সংয়ে নিজের আকর্ষণীয় লুক দিয়ে মন জয় করেছিলেন দর্শকের।