1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:২৭ পূর্বাহ্ন

ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই যুদ্ধাপরাধ বিচার: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১২৩ Time View

সরকার ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই যুদ্ধাপরাধ বিচারের কাজে হাত দিয়েছে বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।

তিনি বলেন, ‘সরকার রাজনৈতিক বা ধর্মীয় উদ্দেশ্যে নয়, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্যই যুদ্ধাপরাধ বিচারের কাজে হাত দিয়েছে।’

শনিবার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ রেজিস্টার্ড এমপ্লয়িস অ্যাসোসিয়েশন আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘কোনো অন্যায় যদি ১০০ বছরের পুরনোও হয় তবে ফৌজদারি মামলায় তার বিচার হতে পারে। যারা যুদ্ধাপরাধের সঙ্গে যুক্ত ছিল তাদের বিচার এ জন্যই সরকার করছে। এটা শুধু সরকারের চাওয়া নয়, যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি।’

মন্ত্রী নির্বাচন কমিশনের ব্যাপারে বলেন, ‘দলীয় সরকারের অধীনে নয়, বরং স্বাধীন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচ হবে। এক্ষেত্রে বলা যায় নির্বাচন কমিশনের অধীনেই দলীয় সরকার থাকবে।’

তিনি বলেন, ‘পূর্বে রাষ্ট্রপতিরাই নির্বাচন কমিশনার নিয়োগ দিতেন। কিন্তু প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচন কমিশনার নিয়োগের জন্য একটি সার্চ কমিটি গঠ্ন করে দেন। এ কমিটিতে যারা ছিলেন, তারা সকলেই পূর্বে গণপ্রজাতন্ত্রের সাংবিধানিক দায়িত্ব পালন করেছিলেন। সার্চ কমিটি যাদের নাম সুপারিশ করেছে, সেখান থেকে ৫ জনকে নিয়ে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তাই সর্বোচ্চ স্বচ্ছতা এবং যোগ্যতা রয়েছে এ নির্বাচন কমিশনের।

মন্ত্রী আরও বলেন, ‘বর্তমান সরকার কর্মসংস্থান, লোকবল বৃদ্ধির পক্ষে। সরকারের সকল কর্মকাণ্ড ডিজিটালাইজেশনের মাধ্যমে যেমন প্রশাসেনে গতি বৃদ্ধি পাবে, তেমনি কর্মচারীদের দক্ষতাও বাড়বে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী অ্যাড. কামরুল ইসলাম বলেন, ‘যুদ্ধাপরাধীদের বিচার সম্পন্ন হওয়ার মাধ্যমে দেশে স্বাধীনতার পক্ষে বিপক্ষের শক্তি বিতর্কের অবসান হবে। শুধু একটি শক্তিই থাকবে, তা হলো স্বাধীনতার পক্ষের শক্তি।’

একাত্তেরের যুদ্ধাপরাধীদের বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা দিয়ে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐকবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ রেজিস্টার্ড এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের সভাপতি নূর হোসেনের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন আইন ও বিচার বিভাগের যুগ্ম মহাসচিব (মতামত) নিবন্ধনের মহাপরিদর্শক আবু আহমেদ জমাদার এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব আশীষ রঞ্জন দাস।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ