1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৩ পূর্বাহ্ন

‘জুলাই মাসেই উদ্বোধন করা হবে তিস্তা সড়ক সেতু’

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০১২
  • ১৬১ Time View

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ জুনের মধ্যে তিস্তা সড়ক সেতুর নির্মাণ কাজ শেষ হবে। জুলাই মাসেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সেতু উদ্বোধন করবেন।

শনিবার সকাল ১০টায় রংপুরের কাউনিয়া উপজেলায় তিস্তা সড়ক সেতুর নির্মাণ কাজ পরিদর্শনে এসে এই সেতুর অগ্রগতি নিয়ে সংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘তিস্তা সড়ক সেতু নির্মাণ করা হলে এই অঞ্চলের মানুষদের চলাচলে দুর্ভোগ লাঘব হবে।’

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘দেশের নির্বাচনী এলাকায় অগ্রাধিকার ভিত্তিতি এই সরকারের আমলে একটি করে ব্রিজ ও সড়ক মেরামতের কাজ করা হবে।’

এজন্য সময় পাওয়া যাবে মাত্র দু’মাস উল্লেখ করে তিনি বলেন, ‘আমি কথায় নই কাজে বিশ্বাসী।’

মন্ত্রী তিস্তা সেতুর নির্মাণ কাজ পরিদর্শন শেষে বদরগঞ্জে যমুনাশ্বরী নদীর উপর নির্মিত ব্রিজের উদ্বোধন করবেন।

উল্লেখ্য, ৭৫০ মিটার দীর্ঘ ও সাড়ে ১২ মিটার প্রস্থ তিস্তা সড়ক সেতু নির্মাণে আনুমানিক ১২২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। ২০০৬ সালের ৯ সেপ্টেম্বর এই তিস্তা সেতুর নির্মাণ কাজ শুরু হয়। মাঝে দেড় বছর এই নির্মাণ কাজ বন্ধ ছিল।

এই সেতু পরিদর্শনের সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, রংপুরের কাউনিয়া-পীরগাছা আসনের সাংসদ টিপু মুন্সী, কুড়িগ্রামের সদর-রাজারহাট থেকে নির্বাচিত সাংসদ জাফর আলী, রংপুরের জেলা প্রশাসক বিএম এনামুল হকসহ সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ