1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৫:৪২ অপরাহ্ন

বর্তমানে কারও জীবনের নিরাপত্তা নেই : মির্জা ফখরুল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ৮২ Time View

fakrul17দেশ সবচেয়ে কঠিন সময় পার করছে। বর্তমানে কারও জীবনের নিরাপত্তা নেই। পুলিশের অপরাধ দেখার সময় নেই। তারা বিরোধী দল ঠেকাতে ব্যস্ত।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘ইলিয়াস আলীকে ফিরিয়ে দাও’ শীর্ষক এক আলোচনা সভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মির্জা ফখরুল বলেন, রিজওয়ানা হাসানের স্বামী, বিএনপির নেতা ইলিয়াস আলী, চৌধুরী আলমকে যদি তুলে নেওয়া যায়, তাহলে এ দেশে কে নিরাপদ?

ফখরুল বলেন, সরকার ভয় দেখিয়ে এমন অবস্থা তৈরি করতে চায়, যাতে কেউ ভিন্নমত প্রকাশ করতে না পারে। আওয়ামী লীগের আমলেই এসব হচ্ছে। এ সরকার দেশকে সত্যিকার অর্থে পুলিশি রাষ্ট্রে পরিণত করেছে। পুলিশের মধ্যে উৎসব চলছে, কোনো নিয়ন্ত্রণ নেই। তারা মানুষ ধরছে, আবার টাকা নিয়ে ছেড়ে দিচ্ছে। সারা দেশে গ্রেপ্তার-বাণিজ্য চলছে।

নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে মির্জা অলমগীর বলেন, আন্দোলনের কোনো বিকল্প নেই। এজন্য প্রতিটি মানুষকে জাগিয়ে তুলতে হবে।

সরকারকে উদ্দেশ্য করে মির্জা  আলমগীর বলেন, গুম, খুন, নির্যাতন করে ক্ষমতা স্থায়ী করা যায় না। নমরুদ, ফেরাউন, আইয়ুব খান, ইয়াহিয়া, মুজিবুর রহমান কেউ ক্ষমতা স্থায়ী করতে পারেনি। ‘দ্রুত নির্বাচন দিন, না হয় একনায়কদের পরিণতি আপনাদেরও ভোগ করতে হবে।

সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা, চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ