1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:১৩ অপরাহ্ন

১৩ ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০১৪
  • ১০৬ Time View

narayanganj1নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় দূষন বিরোধী অভিযানে ১৩টি ইটভাটাকে ২৬ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মো. আলমগীর ১৩টি ইটভাটার মালিক/প্রতিনিধিকে ঢাকার সদর দপ্তরে তলব করে শুনানী গ্রহণ করেন। পরে পরিবেশ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের জন্য এ জরিমানা করা হয়।  

জানা যায়, পরিবেশগত ছাড়পত্র গ্রহণ ও নবায়ন ব্যতিত ইটভাটা পরিচালনা করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধনের অপরাধে ফতুল্লার রাজাপুর, বক্তাবলী, আকবরনগর ও উত্তর গোপালনগর এলাকায় অবস্থিত মেসার্স একতা ব্রিকস, মেসার্স আখতার অ্যান্ড ব্রাদার্স, মেসার্স বক্তাবলী ব্রিকস, মেসার্স লালনশাহ ব্রিকস, মেসার্স জ্যোতি এন্টারপ্রাইজ, মেসার্স এম এ বি ব্রিকস, মেসার্স মা ব্রিক ফিল্ড, মেসার্স ন্যাশনাল ব্রিকস, মেসার্স তোহা ব্রিকস, মেসার্স নিউ ব্রিকস ম্যানুফ্যাকচারার-১, মেসার্স বন্ধু ব্রিকস কর্পোরেশন, মেসার্স আরেফিন ব্রিকস ও মেসার্স আর বি এম এন্টারপ্রাইজের   প্রত্যেকটি ইটভাটাকে দুই লাখ টাকা করে মোট ২৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় পরিবেশ অধিদপ্তরের শুনানীতে অংশগ্রহণকারী বর্ণিত প্রতিষ্ঠানসমূহের পক্ষে উপস্থিত মালিক/প্রতিনিধিরা অপরাধ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ