নতুন বছরের শুভেচ্ছা উপহার হিসেবে নেতকর্মীদের নিজের লেখা কবিতা পড়ে শুনিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীর গুলশানের একটি কমিউনিটি সেন্টারে জাতীয় পার্টি ঢাকা মহানগর (উত্তর) এক অনুষ্ঠানের আয়োজন করে। মেরুণ রঙের পাঞ্জাবি, অফ হোয়াইট পাজামা এবং পাঞ্জাবির রঙের সঙ্গে মিলিয়ে নাগরা জুতা পরে এরশাদ অনুষ্ঠানে অংশ নেন। প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, ‘আজ পহেলা বৈশাখ। বাংলা বছরের প্রথম দিন। সারা জাতি আজ উজ্জীবিত, আনন্দিত। সবাই আনন্দ করছে। আমার মনেও আজ নতুন প্রাণের সঞ্চার হয়েছে।’ দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমাদের স্লোগান শান্তির জন্য পরিবর্তন। নতুন বছরের অঙ্গীকার হোক পার্টিকে নতুন করে সাজাব।’ এসময় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে নিজের লেখা কবিতার কয়েকটি লাইন পড়ে শোনান। কবিতার নাম ‘আমি এবং বাংলার বৈশাখ’। কবিতার প্রথম কয়েকটি লাইন হচ্ছে-
আমি এবং বাংলার বৈশাখ,
প্রকৃতির রচিত বৃক্ষের মত আমরা বেড়ে উঠেছি।
বৈশাখ এলেই আমি উত্তেজিত হই
বৈশাখ মানেই নতুন প্রাণের সঞ্চার।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, এস এম ফয়সল চিশতীসহ দল ও সহযোগী সংগঠনের নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।