1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৯ অপরাহ্ন

মিস ইন্ডিয়া কোয়েল রানা

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০১৪
  • ১০২ Time View

miss_india1-311x186২৪ জন প্রতিযোগীকে পেছনে ফেলে এবারের মিস ইন্ডিয়া ২০১৪-এর মুকুট জিতে নিলেন কোয়েল রানা। প্রতিযোগিতায় প্রথম রানার আপের মুকুট পরেছেন ঝাটালেকা মালহোত্রা ও দ্বিতীয় রানার আপ হয়েছেন গেইল নিকোল দা সিলভা।

শনিবার রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে কোয়েল রানাকে বিজয়ী মুকুটটি পরিয়ে দেন গত বছরের মিস ইন্ডিয়া নবনীত কৌর ধিঁলো ও মিস ওয়ার্ল্ড ২০১৩ জয়ী মেগান ইয়ং।

প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের শীর্ষ পাঁচ প্রতিযোগীর মধ্যে আরো ছিলেন লোপামুদ্রা রাউত ও নিখিল নন্দগোপাল।

বিচারক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের চলচ্চিত্র তারকা অভয় দেওল, জ্যাকুলিন ফার্নান্দেজ, বিদ্যুত জামওয়াল, অদিতি রাও হায়দারি, মালাইকা অরোরা খান, ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা, র‌্যাপার ইয়ো ইয়ো হানি সিং, মিস ওয়ার্ল্ড ২০১৩ জয়ী মেগান ইয়ং ও বক্সার বিজেন্দর সিং।

প্রতিযোগিতায় সাব কনটেস্ট বিজয়ীরা হলেন- ‘মিস ফ্যাশন আইকন’-জানতি হাজারিকা, ‘মিস ভাইভাসিয়াস’-টেনেটি জোগা ভানু, ‘মিস হেলদি স্কিন’-কোয়েল রানা, ‘মিস টাইমলেস বিউটি’-গেইল ডি`সিলভা, ‘মিস অ্যাডভেঞ্চারাস’-যোশিকি সিন্ধর, ‘মিস বিউটিফুল হেয়ার’-নিখিলা নন্দগোপাল, ‘মিস কনজিনিয়ালিটি’-অর্পিতা কউর, ‘মিস অ্যাকটিভ’-নিখিলা নন্দগোপাল, ‘মিস লাইফস্টাইল’-সাথিয়া জগন্নাথ, ‘মিস ট্যালেন্টেড’-দীপ্তি সতি, ‘মিস বডি বিউটিফুল’-লোপামুদ্রা রাউত, ‘মিস র‌্যাম্পওয়াক’-বর্ষা গোপাল, ‘মিস ফটোজেনিক’-জানতি হাজারিকা, ‘মিস বিউটিফুল স্মাইল’-ইরশিকা মেরহোত্রা, ‘মিস ওয়াটারবেবি’-মানসি গ্রেওয়াল, ‘মিস আয়রন মেডেন’-দীপ্তি সতি, ‘মিস সুডোকু’-মালতি চাহার, ‘মিস ন্যাশনাল কস্টিউম’-জটলেখা মলহোত্রা।

অনুষ্ঠানটি ভারতের কালারস টেলিভিশনে ১৩ এপ্রিল সন্ধ্যায় প্রচারিত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ