1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন

ইউক্রেনে নতুন করে স্বাধীনতার দাবি, বিক্ষোভ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ এপ্রিল, ২০১৪
  • ৯৯ Time View

1292102196ক্রিমিয়ার পর ইউক্রেন থেকে দেশটির আরো কয়েকটি অঞ্চল আলাদা হয়ে স্বাধীনতার দাবি তুলেছে। এরইমধ্যে ইউক্রেনের পূর্বাঞ্চলের কয়েকটি শহরে স্বাধীনতার জন্য গণভোট দেয়ার দাবিতে ব্যাপক বিক্ষোভ হয়েছে। বিবিসি।

দেশটির পূর্বাঞ্চলীয় শহর ডনেট্‌স্ক, লুহ্আন্সক ও কারকিভ-এর বিক্ষোভে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে রুশপন্থী বিক্ষোভাকারীদের।

এই বিক্ষোভের জন্য রাশিয়াকেই দায়ী করেছে ইউক্রেন।

এমন পরিস্থিতি সামাল দিতেনিরাপত্তা প্রধানদের সাথে জরুরি জরুরি বৈঠক ডেকেছেন দেশটিরঅন্তর্বর্তী প্রেসিডেন্ট ওলেকজন্দর তুর্চিনভ।উদ্ভূত পরিস্থিতির কারণে পূর্বনির্ধারিত লিথুইনিয়া সফর বাতিল করে এ বৈঠক ডাকেন তিনি।

পূর্বাঞ্চলের স্বাধীনতা ঘোষণা করে একটি গণভোট দেবার দাবিতে ইউক্রেনের বড় তিনটি শহরে যে বিক্ষোভ চলছে তাতে অংশ নিয়ে গতকাল সরকারি ভবনগুলোতে ভাংচুর চালিয়েছে স্বাধীনতাকামীরা।

বিক্ষোভ চলার সময় কোনো কোনো জায়গায় পুলিশের সাথেধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।

এ সময়সরকারি ভবনে জোর করে ঢুকে যায় প্রতিবাদকারীরা; কোথাও আবার ভবনের ওপর থেকে রাশিয়ার জাতীয় পতাকা টাঙ্গিয়ে দিয়েছে রুশপন্থী উত্তেজিত জনতার দল।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী ডেনিলো লুবকিভস্কি দাবি করেছেন, বিক্ষোভ উস্কে দেবার জন্য ইউক্রেনে লোক নিয়োগ করেছে রাশিয়া।

এদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে বসবাসরত রুশ-ভাষাভাষী জনগণ—যারা হুমকির মধ্যে রয়েছে—তাদের নিরাপত্তা নিশ্চিত করার অধিকার রাশিয়ার রয়েছে।

কিন্তু ইউক্রেনের রুশভাষীরা কোনো হুমকির মধ্যেই নেই দাবি করে ইউক্রেন সরকার বলেছে, ইউক্রেনে রাশিয়ার অনধিকার প্রবেশকে প্রতিহত করবে ইউক্রেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ