1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

‘জিয়ার সন্তানরা সুশিক্ষা অর্জন করেননি’

Reporter Name
  • Update Time : বুধবার, ২ এপ্রিল, ২০১৪
  • ৮০ Time View

du._._._._._._-311x186মুক্তিযোদ্ধা বিষয়কমন্ত্রী এ কে এম মোজাম্মেল হক বলেছেন, “সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারের সমস্ত ব্যয় ভার গ্রহণ করেছিল রাষ্ট্র। কিন্তু তার ছেলেরা রাষ্ট্রীয় টাকা ভোগ করার পরও সুশিক্ষা অর্জন করেননি।”

বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নওয়াব নবাব আলী সিনেট ভবনে ৭ম বিশ্ব অটিজম দিবস উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় ও নিউজিল্যান্ডের কান্টাবারী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজন করা হয় এ জাতীয় কর্মশালা।

মন্ত্রী বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার সন্তাদের সুশিক্ষায় শিক্ষিত করেছেন। যার ফলে শেখ হাসিনার সুযোগ্য কন্যা সায়মা ওয়াজেদ বিশ্বে অটিজম শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন।”

কর্মশালায় মূল প্রবন্ধ আলোচনা করেন কান্টাবারী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ডিন সাদারল্যান্ড।

তিনি বলেন, “অটিজম ডাক্তারি শাস্ত্রের ঔষধ অথবা চিকিৎসার মাধ্যমে নিবারণ যোগ্য কোনো মাধ্যম নয়। বিষয়টি সার্বিকভাবে মানব শিশুর বিকাশের সাথে সম্পৃক্ত। যার জন্য ডাক্তারি চিকিৎসার চেয়ে মাল্টি পেশাজীবীদের সহযোগিতায় সমাজভিক্তিক পুনর্বাসন কার্যকরী হিসেবে বিবেচিত হবে।”

কর্মশালায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জালাল উদ্দিন এবং পরিচালনা করেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান। এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড.তাসলীমা বেগমসহ আরো অনেকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ