পহেলা এপ্রিল থেকে ঢাকার চারুকলাসহ বিভিন্ন লোকেশনে একটি টেলিছবির শুটিং করছেন পার্থ বড়ুয়া ও শারমিন জোহা শশী। ইকবাল ফেরদৌসের রচনায় এর নাম ‘সেদিন দুজনে’। আর এটি পরিচালনা করেছেন আফজাল হোসেন মুন্না।
নাটকটিতে আরো অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, স্পর্শিয়াসহ আরো অনেকে।
নির্মাতা জানান. ‘অনেকদিন পর এ টেলিছবিটির কাজ শুরু করেছি। এর আগেও পার্থ দা ও শশী আমার সাথে কাজ করেছেন। গল্পে পার্থ বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রনেতার চরিত্রে অভিনয় করেছেন। আর ক্যাম্পাসে শশীর এক বন্ধুর মাধ্যমে পরিচয় ঘটে পার্থ দার সাথে। এরপর সম্পর্ক, বিশ্বাস ও বিচ্ছেদের নানা ঘটনা নিয়ে গল্প এগুতো থাকে।’
খুব শিগগিরই এ টেলিছবিটি যে কোন একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে বলে জানা যায়।
বলে রাখা ভালো যে, প্রায় তিন বছর আগে এই নির্মাতার ‘তোমায় ভেবে লেখা’ নামক নাটকে জুটি হয়ে কাজ করেন পার্থ ও শশী।