বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রাম নগরীতে বিক্ষোভ করছে পোশাক কারখানার শ্রমিকরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে শাহ প্লাজা মার্কেটের নিউকন গার্মেন্টস, চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াজাতকরণ (সিইপিজেড) এলাকার ৫ নম্বর রোডের মিঠুন টেক্সটাইল এবং সী টেক্সটাইল শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করে।
আন্দোলনরত শ্রমিকরা জানান, প্রায় তিন মাসের বকেয়া বেতন না দিয়ে নিউকন গার্মেন্টসটি বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে বিক্ষোভ শুরু করে।
পরে অপর দু’টি প্রতিষ্ঠানেও বকেয়া বেতনের দাবিতে তাদের সাথে সংহতি প্রকাশ করে আন্দোলন করে।
চট্টগ্রাম শিল্প পুলিশের ভারপ্রাপ্ত পরিচালক মো. তোফায়েল আহমেদ জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করছে। যে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ তৎপর রয়েছে।