1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পূর্বাহ্ন

বিএনপি নাকে খত দিয়ে নির্বাচন করছে : সিইসি মোবারক

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৬৩ Time View

mubarak1বিএনপি বর্তমান কমিশনের অধীনে নাকে খত দিয়ে নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার মো. আব্দুল মোবারক।

রোববার নির্বাচন কমিশন সচিবালয়ের মিডিয়া সেন্টারে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

তিনি বলেন, বিএনপি বর্তমান নির্বাচন কমিশনকে মেরুদন্ডহীন বা কিছু না অথবা জিরো বলে আবার তারাই নাকে খত দিয়ে এই কমিশনের অধীনে নির্বাচন করছে।

‘এই কমিশন মেরুদন্ডহীন, অথর্ব’ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার এমন মন্তব্যের জবাবে তিনি এসব কথা বলেন।

ভারপ্রাপ্ত নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনকালীন সময়ে কোন অপরাধীই ছাড় পাবেনা। প্রত্যেককেই চিহ্নিত করে ব্যবস্থা গ্রহন করা হবে।

গত নির্বাচনগুলোতে সার্বিক ব্যবস্থা নেয়ার পরও কমিশন সহিংসতা প্রতিরোধ করতে পারেনি কেন- এমন প্রশ্নের জবাবে মোবারক বলেন, আইনগত ব্যবস্থা নেয়া ছাড়া আমাদের কোন পথ নেই। এজন্য আমাদের সময় দিতে হবে।

শিল্পমন্ত্রীর আচরণবিধি লংঘনের কারণে কোন ব্যবস্থা না নেয়া কমিশনের ব্যর্থতা কিনা জানতে চাইলে তিনি বলেন, মন্ত্রীদের অভিভাবক হিসেবে প্রধানমন্ত্রীকে জানানো আমাদের দায়িত্ব। এটাই ব্যবস্থা নেয়া।

সার্বিকভাবে নির্বাচনগুলোতে কমিশন ব্যর্থ হয়েছে এ ব্যর্থ নিয়ে পদত্যাগ করবেন কিনা জানতে চাইলে কোন উত্তর না দিয়ে তারা মিডিয়া রুম ত্যাগ করেন।

আগামীকাল চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানাতে কমিশন এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ