1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন

গিনেস বুকে আন্দোলনের কোনো রেকর্ডের সুযোগ নেই : হাছান

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৬৫ Time View

hasan8গিনেস বুকে আন্দোলনের কোনো রেকর্ডের সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।

রোববার দুপুরে ঢাকা রিপোর্টারস ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে ‘ন্যাশনাল আওয়ামী পার্টি(ন্যাপ)’র এক আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন।

 
হাছান মাহমুদ বলেন, “বেগম জিয়া বলেছেন, তিনি আন্দোলন করে গিনেস বুকে রেকর্ড করবেন। আমি খালেদা জিয়াকে বলব, একটু পড়াশুনা করার জন্য। গিনেস বুকে আন্দোলনের কোনো রেকর্ডের সুযোগ নেই।”

হাছান মাহমুদ বলেন, “গতকাল খালেদা জিয়া আমাদের জাতীয় সংগীতকে নিয়ে কটাক্ষ করেছেন। এতে প্রমাণ হয়, তাদের কাছে আমাদের জাতীয় সংগীতের মর্যাদা নাই। স্বাধীনতা ও সার্বভৌমত্বও নিরাপদ নয়।”

সোমবারের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিপুল সংখ্যায় নির্বাচিত হবেন এমন আশা প্রকাশ করে তিনি বলেন, “উপজেলা নির্বাচনের আগের ধাপগুলোতে জনপ্রিতার জন্য আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা নির্বাচিত হয়েছেন। সোমবারের নির্বাচনেও আমরা বিদ্রোহী দমন করে জনপ্রিয় প্রার্থী দিতে পেরেছি। এ ধাপেও বিএনপির চেয়ে আমাদের সমর্থিত প্রার্থী বিপুল সংখ্যায় নির্বাচিত হবে।”  

বিএনপি নেত্রী এখন বিদেশীদের কাছে গিয়ে ধরণা দিচ্ছেন দাবি করে সাবেক বনমন্ত্রী বলেন, “তিনি এখন বিদেশীদের কাছে গিয়ে ধরণা দেন। তাদের কাছে অনুনয় বিনয় করে বলেন, আমাদের একটু ডাকতে বলেন না!”

হাছান মাহমুদ বলেন, “আমরা আলোচনায় বিশ্বাসী। তবে তার আগে খালেদা জিয়াকে স্বাধীনতায় বিশ্বাস ও জন্ম তারিখ ঠিক করে স্বাধীনতা বিরোধীদের ত্যাগ করতে হবে।” নির্বাচন পাঁচ বছরের আগে হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি।

আওয়ামী লীগের এ নেতা বলেন, “৭১ এর অস্ত্রধারীদের নেতা হিসেবে আবির্ভুত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ও আমার শ্রদ্ধাভাজন বেগম খালেদা জিয়া। তার স্বামীও একই কাজ করেছেন।”

আলোচনা সভা সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুস্তাক আহমেদ ভাসানী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ