1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৮ পূর্বাহ্ন

জামিন পেলেন স্বাচিপ নেতা ডা. শিমুল

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৮৯ Time View

shimul dজামিনে মুক্তি পেয়েছেন গ্রেফতারকৃত জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) সাংগঠনিক সম্পাদক ডা. শামিলুর রহমান শিমুল। এর আগে রাজশাহীতে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগে ঘটনায় তাকে গ্রেফতার করা হয়।

রবিবার রাজশাহী মহানগর বিচারিক হাকিম আদালত-৩ এর বিচারক শারমিন সুলতানা এই জামিন মঞ্জুর করেন।

২৯ জানুয়ারি ভাঙ্গা পায়ের অপারেশনের সময় চেতনানাশক ইনজেকশন দেয়ার পর মারা যান চাঁপাইনবাবগঞ্জের আনারুল হক টিপু। এ ঘটনায় ভুল চিকিৎসার অভিযোগে মামলা করেন নিহতের স্বজনরা।

মামলায় বিএমএ যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বাচিপের সাংগঠনিক সম্পাদক ডা. শিমুলকে বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠান আদালত।

এর প্রতিবাদে বেসরকারি ক্লিনিক মালিকের পক্ষ থেকে ওইদিন বিকাল ৪টা থেকে ধর্মঘটের ডাক দেয়া হয়। পরে রাতে বিএমএ ও স্বাচিপের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসে।

শুক্রবার রাত পর্যন্ত ধর্মঘটের ফলে অচল হয়ে পড়ে রাজশাহীর সরকারি, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক। চরম ভোগান্তিতে পড়েন রোগীরা।

পরে ওই রাতে রবিবার দুপুর পর্যন্ত ধর্মঘট স্থগিত করা হয়। এই সময়ের মধ্যে আটক চিকিৎসক ডা. শিমুলকে মুক্তির দাবি জানায় বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ