1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৯ পূর্বাহ্ন

উপজেলার ফল পক্ষে নিতে তাণ্ডব চালাচ্ছে আ.লীগ : বিএনপি

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৭২ Time View

salauddin74৪র্থ ধাপের উপজেলা নির্বাচনের মতো পঞ্চম ধাপে সোমবার দেশের ৭৩ উপজেলায় অনুষ্ঠেয় নির্বাচনের ফল ‘পক্ষে নিতে’ আওয়ামী লীগ ‘তাণ্ডব চালাচ্ছে’ বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার বেলা ১২টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
 
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ বলেন, “৭৩টি উপজেলায় ভোটের ফল নিজেদের পক্ষে নিতে আওয়ামী লীগ তাণ্ডব চালাচ্ছে।”
 
তিনি বলেন, “সংসদ অবৈধ, সরকার অবৈধ, তারা যা কিছু করছে সবই অবৈধ। অবিলম্বে এই সরকার ভেঙ্গে দিয়ে নতুন জাতীয় নির্বাচন দিতে হবে।”
 
সালাউদ্দিন আহমেদ বলেন, আগামীকালের নির্বাচনকে কেন্দ্র করে এজেন্টদের বাড়ি বাড়ি গিয়ে হুমকি দিচ্ছে সরকার দলীয় সমর্থকরা। র‌্যাব-পুলিশকে ব্যবহার করে গ্রেফতার ও নির্যাতন চালাচ্ছে।
 
সংসদের মতো উপজেলা নির্বাচনেও নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করতে ব্যর্থ হয়েছে—একথা উল্লেখ করে সালাউদ্দিন বলেন, “নির্বাচন কমিশন মেরুদণ্ডহীন। আইন থাকা সত্ত্বেও তারা আইনের যথাযথ প্রয়োগ করছে না। তারা সরকারের ইচ্ছার বাস্তবায়ন করছে। এই নির্বাচন কমিশনকে বিদায় নিতে হবে।”
 
এছাড়া সোমবার অনুষ্ঠেয় পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনে ভোট যাতে নিরপেক্ষ হয় সেজন্য গণমাধ্যমকে সজাগ থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
 
প্রসঙ্গত, চতুর্থ উপজেলার পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপে সোমবার দেশের ৭৩ উপজেলায় ভোট অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে আরো ছিলেন- যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, বেলাল আহমেদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ