1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন

পাবনার ২ উপজেলায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন

Reporter Name
  • Update Time : রবিবার, ৩০ মার্চ, ২০১৪
  • ৭২ Time View

upozela৫ম দফার উপজেলা পরিষদ নির্বাচনে পাবনা সদর ও বেড়া উপজেলায় ৩১ মার্চ (সোমবার) নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১০ জন, ভাইস চেয়রম্যান পদে ১৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আটজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা নির্বাচনি কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন  জানান, পাবনা সদর উপজেলায় মোট ভোটার তিন লাখ ৯০ হাজার ১৪৫ জন। এ উপজেলায় ভোটকেন্দ্র ১৪১টি। বেড়া উপজেলায় ভোটার এক লাখ ৬৭ হাজার ৪১২ জন। ভোটকেন্দ্র ৬৬টি।

বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, এ এলাকায় ৬৬টি কেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কেন্দ্রে সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য পর্যাপ্ত সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে।

এদিকে, পাবনা সদর থানার ওসি কাজি হানিফুল ইসলাম জানান, সদর উপজেলায় কোনো ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই। তারা প্রতিটি কেন্দ্রকেই সমান গুরুত্ব দিয়ে দেখছেন।
জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক বেনজামিন রিয়াজি জানান, প্রশাসনের পক্ষ থেকে দু’টি উপজেলায় নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তার দায়িত্বে পুলিশের পাশাপাশি ৠাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী ও আনসার বাহিনী মাঠে থাকবে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতের কয়েকটি টিম নির্বাচনি এলাকায় টহলে থাকবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ