গর্ভধারিনী মাকে পিটিয়ে গুরুতর আহত করেছে পাষণ্ড ছেলে। শতবর্ষী মা সাফিয়া বেগমকে (১০০) আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার সকালে কুমিল্লার ঝলম দক্ষিণ ইউনিয়নের সাতপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ৩ ছেলে জননী সাফিয়া বেগমের স্বামী ২০ বছর আগে স্ত্রীকে ছেড়ে পরপারে চলে গেছেন। স্বামীর মৃত্যুর পর ওই বৃদ্ধার সব দায়িত্ব বড় ও ছোট ছেলে পালন করলেও মেঝ ছেলে তাকে প্রায়ই মারধর করতেন।
শনিবার সকালে শাহজাহান তার অন্য দুই ভাইয়ের পরিবারকে না জানিয়ে বাড়ির বিভিন্ন বনজ গাছ কাটতে ফেলে। এ সময় সাফিয়া বেগম গাছ কাটার স্থানে গিয়ে তাতে বাধা দেন। বাধা দেয়ায় শাহজাহান লাঠি দিয়ে তার শতবর্ষী বৃদ্ধা মাকে এলোপাতাড়ি পেটাতে থাকে। বেধড়ক পিটুনিতে মা সাফিয়া বেগম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা সহযোগীতায় সাফিয়া বেগমকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই বৃদ্ধার বড় ছেলের স্ত্রী রোশন আরা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার তদন্ত কর্মকর্তা মনোহরগঞ্জ থানার এসআই উজ্জ্বল সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।