অভিযান চালিয়ে প্রায় ৪৪ লক্ষ টাকার অবৈধপথে আনা ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার করেছে ৩ বিজিবি’র সদস্যরা।
শনিবার সকাল সাড়ে ১০ টায় দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার ইসমাইলপুরের পাকা রাস্তার পাশ্বে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা কার্টুন থেকে ৪৪ লক্ষ টাকার ভারতীয় যৌন উত্তেজক ট্যাবলেট ও ইনজেকশন উদ্ধার করে।
উদ্ধারকৃত এসব ওষুধের মধ্যে রয়েছে ইনজেকশন হিউমান ওমেন নরমাল, ট্যাবলেট নিকোরান, ট্যারোজালন, নিটর্যাস্ট, টিসিলাকার, হিপাকন, এনজিসপ্যান, ইউপি ল্যাব, নিউরাল, সুলপিট্যাক, মনোটোরার, বেসভাল, ইপিসাভ, সিটাপিন, ক্যানক্রাপ, নিমোবলসহ বিভিন্ন ধরনের যৌন উত্তেজক ট্যাবলেট ও ইনজেকশন। উদ্ধারকৃত মালামাল হিলি কাষ্টমস গুদামে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বিজিবি বাদী হয়ে হাকিমপুর থানায় মামলা দায়ের করেছে।