টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শেষে চলছে গণনা।
শনিবার বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে ব্যালট পেপার সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তার কক্ষে আনা হয়। এরপর শুরু হয় গণনা। এর আগে সকাল ৮টা থেকে শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
এ নির্বাচনে ১১৭টি কেন্দ্রের সাতশ’ ১৯ টি কক্ষে ভোটগ্রহণ করা হয়। এসব কেন্দ্রের মধ্যে ঝুকিপূর্ণ হিসেবে চিহ্নিত হয়েছে ১০২টি।
ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান ৩ লাখ ৭ হাজার ৩শ’ ৮২ জন ভোটারের। এর মধ্যে পুরুষ ১ লাখ ৪৫ হাজার ৫শ’ ৭৬ জন এবং মহিলা ১ লাখ ৬১ হাজার ৮শ’ ৬ জন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বৃহস্পতিবার সকাল থেকে স্ট্রাইকিং ফোর্স হিসেবে মাঠে টহল শুরু করে র্যাব, বিজিবি, পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা। বিভিন্ন সংস্থার প্রায় এক হাজার সদস্য নিয়োজিত ছিল।
এ উপনির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহীসহ প্রতিদ্বন্দ্বিতা করেন ৫ প্রার্থী। এরা হলেন- আওয়ামী লীগের প্রয়াত সংসদ সদস্য কৃষিবিদ শাহজাহানের ছেলে অনুপম শাহজাহান জয় (নৌকা), জাতীয় পার্টির (মঞ্জু) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী (বাইসাইকেল), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা (হরিণ) ও স্বতন্ত্র প্রার্থী ডা. লিয়াকত আলী খোকন (মোরগ)।
উল্লেখ্য, গত ২০ জানুয়ারি সংসদ সদস্য শওকত মোমেন শাহজাহানের মৃত্যুতে টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন শূন্য হয়।