1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

রেকর্ড ভেঙ্গেছে বাংলাদেশ, শুধু নাম ওঠার অপেক্ষা

Reporter Name
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০১৪
  • ৭৯ Time View

sonarbangla3ভারতের রেকর্ড ভেঙ্গে ফেলে বাংলাদেশ। রাজধানীর জাতীয় প্যারেড গ্রাউন্ডে অন্তত ২ লাখ ৫৪ হাজার ৬শ’ ৮১ জন মানুষ এক সঙ্গে কণ্ঠ মিলিয়ে গেয়েছেন জাতীয় সংগীত। বুধবার বেলা ১১টায় শুরু করার কথা থাকলেও বিভিন্ন আনুষ্ঠানিকতা সেরে বেলা ১১টা ২০ মিনিটে এ কর্মসূচি শুরু হয়। এর আগে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্ব রেকর্ড তৈরি করে ভারত। গত বছরের ৬ মে একসঙ্গে ১ লাখ ২১ হাজার ৬৫৩ ভারতীয় নাগরিক ‘জন গণ মন..’ গেয়ে গিনেজ রেকর্ডে নাম লেখান।

২৬ মার্চ বুধবার জাতীয় প্যারেড গ্রাউন্ডে এ রেকর্ড ভাঙ্গে বাংলাদেশ। এখন কেবলই গিনেজ বুকে নাম ওঠার অপেক্ষা। স্বাধীনতা দিবসের প্রথম সকালে পায়ে পায়ে হাজারো মানুষ প্রবেশ করে প্যারেড গ্রাউন্ডে। উদ্দেশ্য একটাই ‘জাতীয় সঙ্গীত গাইবো, বিশ্ব রেকর্ড গড়বো’।বুধবার সকাল সাড়ে ৬টায় খোলা হয় প্যারেড গ্রাউন্ডের প্রবেশদ্বার। এখানেই সকাল ১১টায় তেজগাঁও জাতীয় প্যারেড গ্রাউন্ডে সুর উঠে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি…।’

শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গার্মেন্টস শ্রমিক, পরিবহন সংশ্লিষ্টসহ সর্বস্তরের মানুষ এতে অংশ নেয়। সশস্ত্র বাহিনীর সহযোগিতায় সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন নিয়ে টানা কয়েকদিন ধরে চলে প্রস্তুতি।

প্যারেড গ্রাউন্ডে এসে জাতীয় সঙ্গীতের সঙ্গে দাঁড়িয়ে সুর মেলান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যসহ সশস্ত্র বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ