1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১ পূর্বাহ্ন

‘বাংলাদেশের স্বাধীনতা কোন একক দল বা এক ব্যাক্তির অবদান নয়’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ৭৭ Time View

gani_mustofaমহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গাণি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূইয়া মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, স্বাধীনতার ৪৩ বছরেও স্বাধীনতার স্বপ্ন আজও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশের স্বাধীনতা কোন একক দল বা এক ব্যাক্তির অবদান নয়। এখনও আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্ব বিরোধী অপশক্তি বাংলাদেশকে একটি ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্রে পরিনত করার চক্রান্ত করছে।

তারা স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সশস্র মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ. জি ওসমানী-সহ মহান স্বাধীনতা সংগ্রামে শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এসব কথা বলেন।

বাণীতে নেতৃদ্বয় আরো বলেন, আজ যখন স্বাধীনতার সকল কৃতিত্ব এক ব্যাক্তি বা এক দল কুক্ষিগত করার ষড়যন্ত্র করে তখন জাতিকে লজ্জিত করে। ইতিহাসের ধারাবাহিকতা রক্ষায় স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় যার যতটুকু অবদান তাঁকে তার মর্যাদা ও সাংবিধানিক স্বীকৃতি দেয়া উচিত। স্বাধীন সার্বভৌম বাংলাদেশের জনগনকে স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়নের লক্ষে জাতীয় ঐক্য প্রতিষ্ঠার কোন বিকল্প নাই।

আগামীকাল সকাল ৬.৩০ মিনিটে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ও সহযোগী সংগঠন বাংলাদেশ যুব ন্যাপ, বাংলাদেশ কৃষক ন্যাপ, বাংলাদেশ মহিলা ন্যাপ, ভাসানী সাহিত্য-সাংস্কৃতিক পরিষদ, বাংলাদেশ জাতীয় শ্রমিক আন্দোলন, বাংলাদেশ জাতীয় ছাত্রদল সভারে জাতীয় স্মৃতি সৌধে শ্রদ্ধা নিবেদন করবে।

সভারে স্মৃতিসৌধের প্রধান গেইটে দলের ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৭ মার্চ দুপুর ১২টায় নয়াপল্টস্থ যাদু মিয়া মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া দলের সকল স্তরের শাখাকে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপনের আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ