1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ০৯:৫২ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতকে দেশবাসী প্রতিহত করেছে : প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০১৪
  • ৮১ Time View

hasinaবিএনপি-জামায়াতকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা হরতাল অবরোধ করে গাড়িতে আগুন জ্বালিয়ে মানুষ পুড়িয়ে মারে, রাস্তাঘাট কেটে ফেলে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় দেশবাসী একাত্তরের মতো তাদের প্রতিহত করেছে।

মঙ্গলবার ওসমানী স্মৃতি মিলনায়তনে স্বাধীনতা পুরস্কার প্রদানকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিচার শুরু করেছিলেন। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর সে বিচার বন্ধ হয়ে যায়। একাত্তরে যারা স্বাধীনতার বিরোধিতা করেছে, যারা বাংলাদেশ চায়নি, এমনি কি বাংলাদেশের নাগরিকত্ব পর্যন্ত নেয়নি তাদের এদেশে ক্ষমতায় বসানো হয়েছে, মন্ত্রী বানানো হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, নির্বাচন যাতে নির্বিঘ্নভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হতে পারে সেজন্য আমাদের সশস্ত্র বাহিনী এবং র‌্যাব-পুলিশ ও বিজিবি যথাযথভাবে কঠোর পদক্ষেপ নিয়েছে। এ জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 

প্রধানমন্ত্রী বেলা সাড়ে ১১টায় পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন। দুপুর ১২টা ৫ মিনিটে তার বক্তব্য শেষ হয়।

প্রধানমন্ত্রী তার ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবু রহমান এবং জাতীয় চার নেতাকে স্মরণ করেন।

এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী স্বাধীনতা পুরস্কার প্রদান করেন। মনোনীতরা একটি করে সোনার পদক এবং একটি সম্মাননাসূচক প্রত্যয়নপত্র পেয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে নগদ এক লাখ করে টাকা দেয়া হয়।

এ বছর নয় বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পেয়েছেন। একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ