1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪১ অপরাহ্ন

মঙ্গলবার জামায়াতের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা

Reporter Name
  • Update Time : সোমবার, ২৪ মার্চ, ২০১৪
  • ৭১ Time View

jamat log0বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে আনীত মুক্তিযুদ্ধকালীন ‘ক্রিমিনাল সংগঠন’ অভিযোগের তদন্ত শেষ হয়েছে।

চিফ প্রসিকিউটরের কাছে মঙ্গলবার বেলা ১১টার এ তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে বলে গণমাধ্যমকে জানিয়েছেন তদন্ত সংস্থার প্রধান আইজিপি আব্দুল হান্নান খান। তিনি বলেন, মুক্তিযুদ্ধকালীন অপরাধের ষড়যন্ত্র ও পরিকল্পনা, মানবতার বিরুদ্ধে অপরাধ, যুদ্ধাপরাধ, গণহত্যা, কমন রেসপনসিবিলিটির অভিযোগে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ হয়েছে।
 
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গত বছরের ১৮ আগস্ট থেকে প্রায় আট মাস বিভিন্ন নথিপত্র, স্থান, পরিদর্শন করে জামায়াতের বিরুদ্ধে তদন্ত শেষ করে। এছাড়া ট্রাইব্যুনালে পরিচালিত বিভিন্ন মামলায় দাখিল করা নথিপত্রকেও জামায়াতের বিরুদ্ধে প্রমাণপত্র হিসেবে গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।
 
আব্দুল হান্নান খান বলেন, মঙ্গলবার চিফ প্রসিকিউটরের কাছে তদন্ত প্রতিবেদনটি হস্তান্তর করা হবে। এরপর প্রসিকিউশন প পরীক্ষা-নিরীক্ষা করে ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করবেন। আদালত যদি অভিযোগ গ্রহণ ও গঠন করেন তাহলেই জামায়াতের বিপক্ষে বিচার শুরু হবে।
 
তিনি বলেন, মুক্তিযুদ্ধ সম্পর্কিত বাংলা একাডেমি থেকে প্রদত্ত তথ্যাবলী, পত্রিকার কাটিংসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে এ তদন্ত করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ