1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০১:৪৩ অপরাহ্ন

নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে হয়েছে: এইচ টি ইমাম

Reporter Name
  • Update Time : রবিবার, ২৩ মার্চ, ২০১৪
  • ১২৪ Time View

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম বলেছেন, চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচন আগের তিনটির চেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। নির্বাচন কমিশন অত্যন্ত কঠোর ও শক্ত হাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ করেছে। এ জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে বিএনপি যে অভিযোগ করছে তা তাদের পেশাদারী মিথ্যাচার ছাড়া আর কিছুই নয়।

আজ রবিবার বিকালে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রী রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন।

এইচ টি ইমাম বলেন, এবার খুব একটা ঘটনাবহুল কিছু হয়নি। তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগে আপনারা বলেছিলেন, তৃতীয় দফায় অনেক সংঘর্ষ হয়েছে। কিন্তু দেখেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) না থাকা সত্ত্বেও ভারপাপ্ত সিইসি কত সুন্দর ও সুষ্ঠুভাবে নির্বাচন কমিশন দায়িত্ব পালন করেছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন ঘটনাই ঘটেনি। আইনশৃঙ্খলা বাহিনী যেখানে জটলা কিংবা হাঙ্গামা দেখেছে সেখানে তারা ব্যবস্থা নিয়েছে।

তিনি বলেন, ৯১ উপজেলার মধ্যে কোনো উপজেলাতেই পুরোপুরি ভোট গ্রহণ স্থগিত করা হয়নি। মাত্র ১৮টি কেন্দ্রের ভোট গ্রহণ স্থগিত রাখা হয়েছে।

সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, সেনাবাহিনী কোন বিচার করতে পারে না। বিচার করবে আদালত। তাদের বিচারিক ক্ষমতা দেয়া হয়নি, গ্রেপ্তারের ক্ষমতা দেয়া হয়েছে। আটক করার পর তারা দ্রুত সম্ভব স্থানীয় থানায় তাদের হস্তান্তর করবে। ‘উপজেলা নির্বাচনে কেন্দ্র দখলের মহোৎসব চলছে’ মর্মে বিএনপির অভিযোগ প্রসঙ্গে এইচ টি ইমাম বলেন, বিএনপি পেশাদারি মিথ্যাচার করছে। তাদের অভিযোগ এখন ‘চ্যাটার বক্সের’ মতো। কাজ নেই অফিসে বসে অনর্গল মিথ্যা কথা বলা। সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে এইচ টি ইমাম বলেন, সত্যি সত্যি আওয়ামী লীগে সংঘর্ষ হচ্ছে কি না, কিংবা আওয়ামী লীগের মধ্যে ঢুকে অন্য কেউ এমন কোনো কিছু করছে কি না আমরা এসব বিষয় খতিয়ে দেখছি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ