পাকিস্তানের খাইবার পাকতান খাওয়া প্রদেশে পোলিও টিকাদান কর্মসূচির কর্মীদের হত্যাকারী সন্ত্রাসীদের ধরতে অভিযানকালে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন। সন্দেহভাজনদের ধরার জন্য হেলিকপ্টারের সাহায্য নেয়া হয়। এতে উল্লেখিত পাঁচ ব্যক্তি নিহতের ঘটনা ঘটে।
নিরাপত্তা সূত্র জানায়, রোববার পাকতান খাওয়া প্রদেশের আইয়ুবি মারকাজের প্রধান মোল্লা তামানচির সদর দপ্তরে হামলা চালালে তারা নিহত হন।
উল্লেখ্য, শনিবার খাইবার পাকতান খাওয়া প্রদেশে পোলিও টিকাদান কর্মসূচির ১১ কর্মীকে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা।