ইউক্রেনের চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার অবস্থান জানতে মস্কোর ওপর গোয়েন্দাগিরি শুরু করেছে যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করে ওয়াশিংটনের শীর্ষস্থানীয় এক কর্মকর্তা এ খবর জানিয়েছেন।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএনকে দেয়া এক সাক্ষাতকারে ওই কর্মকর্তা জানান, এসব তৎপরতার আওতায় আরো বেশি স্যাটেলাইট নজরদারি, যোগাযোগ মাধ্যমের ওপর নজরদারিসহ বিভিন্ন গোপন পথ বেছে নেয়া হয়েছে। তবে কোন ধরনের সামরিক আগ্রাসনের পরিকল্পনা নেই বলে জানায় সিএনএন।
পেন্টাগনের পক্ষ থেকে রাশিয়ার ওপর গোয়েন্দা অভিযানের দায়িত্বে রয়েছেন আমেরিকা-ইউরোপ বিষয়ক শীর্ষ কমান্ডার জেনারেল ফিলিপ ব্রিডলোভ।
মার্কিন ওই কর্মকর্তা সিএনএনকে আরো জানান, ইউক্রেনে রাশিয়া কি করছে তা জানার ক্ষমতা আমেরিকার খুবই সীমিত।
গতকাল (শনিবার) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার টেলিফোন আলাপ হয়। এ সময় ইউক্রেনের স্বায়ত্তশাসিত ক্রিমিয়া অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করতে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার এ আহ্বানের মধ্যদিয়ে কার্যত ইউক্রেন ইস্যুতে দেশ দু’টি গভীর দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে।