1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:১৪ পূর্বাহ্ন

রং-তুলিতেই শান্তি পেতে চান বুশ!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮৯ Time View

হোয়াইট হাউজ ছাড়ার পর কিভাবে সময় কাটান মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টরা? কেউ ফিরে যান নিজের ব্যবসা জগতে, কেউবা জড়িয়ে পড়েন জনকল্যাণমূলক কাজে। কিন্তু নজির স্থাপন করেছেন ৪৩তম প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। তার আগ্রহের বিষয় রং আর তুলি। তাই রং-তুলিতেই শান্তি পেতে চান তিনি।
প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের একটি প্রবন্ধ পড়ে ছবি আঁকতে উদ্বুদ্ধ হন জুনিয়র বুশ। চার্চিল নিসর্গ চিত্র এঁকে শান্তি পেতেন। চার্চিল আরেক মার্কিন প্রেসিডেন্ট ডোয়াইট ডি আইজেনহাওয়ারকেও ছবি আঁকতে উৎসাহ দেন।
বুশের স্বপ্ন আজ সার্থক। এপ্রিল মাসের শুরুতেই ডালাসে তাঁর প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে বুশের ২৪টি ছবির প্রদর্শনী শুরু হবে। প্রদর্শনীর নাম রাখা হয়েছে, ‘নেতৃত্বের কলাকৌশল : এক প্রেসিডেন্টের ব্যক্তিগত কূটনীতি’। এই ছবিগুলো আগে কোথাও প্রদর্শিত হয়নি। লাইব্রেরি কর্তৃপক্ষ জানিয়েছে, ‘প্রদর্শনীতে ছবি ছাড়াও থাকবে শিল্পকর্ম এবং প্রাক্তন প্রেসিডেন্ট বুশের ব্যক্তিগত চিন্তাভাবনার কিছু নমুনা যার সাহায্যে কিছু আন্তর্জাতিক সম্পর্কও তৈরি হয়েছে।’ এর আগে বুশের আঁকা কুকুর, বিড়াল, এমনকি জে লেনোর প্রতিকৃতিও দেখা গেছে। গত বছরই বুশের আঁকা বাথ টব ও শাওয়ারে দু’টি আত্মপ্রতিকৃতি গুচিফার নামে এক হ্যাকার ইন্টারনেটে ফাঁস করে দেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ