1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

বিএনপি-জামায়াতের পরাজয় হবেই: রেলমন্ত্রী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮০ Time View

রেলমন্ত্রী মুজিবুল হক মুজিব বলেছেন, স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে পরাজয় করার জন্য বিএনপি-জামায়াত শক্তি দেশে যতই হত্যা ও নাশকতা করুক তাদের পরাজয় হবেই হবে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যেভাবে তারা পরাজিত হয়েছিল এবারো তারা সেভাবেই পরাজিত হবে।
সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পুরাতন সিনেট ভবনে এক সম্মাননা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থীর ‘পায়ে হেটে টেকনাফ থেকে তেঁতুলিয়া পদযাত্রায়’ বিশ্ব রেকর্ড গড়ায় এই সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মুজিবুল হক মুজিব বলেন, রেলপথসহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্পদে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা হত্যা, আগুন, ভাঙচুর ও নাশকতা করেছে। যারা স্বাধীনতার শক্তিকে বিশ্বাস করে না তারাই স্বাধীনতা বিরোধী। আর বিএনপি-জামায়াত এই স্বাধীনতা বিরোধীরই একটা অংশ। যার নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, নরসিংদী-৩ (শিবপুর) আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা, বাংলা মিলসের ব্যবস্থাপনা পরিচালক রানা চৌধুরী। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের বিভাগ এবং কেন্দ্রীয় ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, “তেঁতুলিয়া থেকে টেকনাফ” পায়ে হেটে “বিজয় পদযাত্রা-২০১৩” শিরোনামে গত ১লা ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার বাংলা বান্ধা জিরোপয়েন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী পদযাত্রা শুরু করে। এর আগে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে থেকে এই পদযাত্রার নামকরণ ও উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আ ম স আরেফিন সিদ্দিক।
পদযাত্রীরা হলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলাম উদ্দিন, আনোয়ার হোসেন, আব্দুল হালিম, সরকারি তিতুমীর কলেজের মো. জিয়াউর রহমান, ঢাকা সিটি কলেজের রুহুল আমিন, কবি নজরুল কলেজের আওলাদ হোসেন, ঢাকা কলেজের রাজিব ঢালী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ