প্রথম দফা উপজেলা নির্বাচনে জোট সমর্থিত প্রার্থীদের পরাজয়ের কারণ জানতে চেয়ে সংশ্লিষ্ট জেলা কমিটির কাছে চিঠি পাঠানোর নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্র জানায়, ক্ষমতাসীনদের ব্যাপক কারচুপি ও পেশীশক্তির জোড় থাকা স্বত্ত্বেও ৯৭টি উপজেলায় ১৯ দলীয় জোটের সমর্থিত প্রার্থীরা ৫৮টিতে বিজয়ী হওয়ায় সন্তুষ্ঠি প্রকাশ করেছেন খালেদা জিয়া। সমন্বয়হীনতা, অভ্যন্তরীণ কোন্দল ও বিদ্রোহী প্রার্থী না থাকলে আরো ১৫/২০ জন প্রার্থী বেশি বিজয়ী হতো বলেও মনে করেন তিনি।
এদিকে আসন্ন বাকী উপজেলা নির্বাচন সুষ্ঠ হওয়ার বিষয়ে আশংকা প্রকাশ করেন বিএনপি চেয়ার পারসন।
এর আগে বুধবার সারা দেশে ৯৭ টি উপজলার মধ্যে ১টি উপজেলার নির্বাচন স্থগিত করা হয়েছে। আর ৯টি উপজেলা নির্বাচন বর্জন করে বৃহস্পতিবার হরতাল পালন করেন বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোটের সমর্থকরা।