বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী বলেছেন, মাতৃভাষা আল্লাহ তা’আলার বড় দান। মানুষ মাতৃভাষার মাধ্যমে সুখ-দুঃখ ও মনের ভাব প্রকাশ করে যে আনন্দ পায় অন্য কোন ভাষার দ্বারা তা সম্ভব নয়। জ্ঞানার্জনের প্রধান মাধ্যম মাতৃভাষা। মাতৃভাষায় মুর্খ হয়ে বেঁচে থাকার কোন স্বার্থকতা নেই। কুরআন-হাদীসের বাণী জনসম্মুখে সহজভাবে প্রচার করতে মাতৃভাষার বিকল্প নেই।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে নবাবপুরস্থ দলীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, একটি বেদনাদায়ক সংগ্রাম করে ৪ টি তাজা প্রাণ দিয়ে এবং বহু ত্যাগের মাধ্যমে বাংলা আজ রাষ্ট্র ভাষা। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অন্যতম উপাদান হচ্ছে বাংলা ভাষা। বাংলা ভাষার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে আদালতসহ রাষ্ট্রের উচ্চ পর্যায়ে বাংলা ভাষার প্রচলন কার্যকর করতে হবে। ২১ ফেব্রুয়ারীর পরিবর্তে ৯ ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন এবং বিদেশি ভাষার সব সাইনবোর্ড ভেঙে দিতে দাবি জানান তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও মহানগরের অন্যান্য নেতারা।