আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রমনা থানা ছাত্রশিবিরের উদ্যোগে স্থানীয় এক অডিটোরিয়ামে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তিতায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, বিশ্বের ৩০ কোটি মানুষ বাংলা ভাষায় কথা বলে। ৩০ কোটি মানুষের ভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করতে যারা ত্যাগ স্বীকার করেছে আমরা তাদের যথাযথভাবে মর্যাদা ও সম্মান দিতে পারিনি। ভাষা আন্দোলনের অন্যতম সেনাপতি ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযম আজ কারাগারের অন্ধকারে দিনযাপন করছেন। আমরা কতটাই সভ্য জাতি যে আমাদের মাতৃভাষাকে প্রতিষ্ঠিত করতে যারা বলিষ্ঠ ভূমিকা রেখেছেন তাদেরকে যথাযথ সম্মান দিতে পারিনি। তিনি অবিলম্বে ভাষা সৈনিক অধ্যাপক গোলাম আযমকে মুক্তি দিয়ে ভাষা সৈনিকদের যথাযথ সম্মান ও মর্যাদা দিতে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান।
রমনা থানা শিবিরের সভাপতি সাইয়েদ মুহাম্মদ জুবায়েরের সভাপতিত্বে ও থানা সেক্রেটারী মোবারক হোসাইন পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখার সেক্রেটারী মনিরুজ্জামান শামীম, সিলেট এমএজি ওসমানি মেডিকেলের সাবেক সভাপতি ডা. মাহরুফ শাহরিয়ার, শিবির নেতা আব্দুল্লাহ আল মামুন, আসিফুজ্জামান প্রমুখ।