আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বাংলাদেশ আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার। বাংলাদেশে যত হত্যা, গুম ও বিশৃঙ্খলা হয়েছে এবং হচ্ছে তাতে দেশি-বিদেশিদের হাত রয়েছে। তিনি বলেন, বিএনপি-জামায়াতের সঙ্গে জঙ্গি সংগঠনের সম্পৃক্ততা রয়েছে। আল কায়েদা নেতা জাওয়াহিরির বক্তব্যে তা প্রমাণিত হয়েছে।
সোমবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির বীরউত্তম খাজা নিজামুদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত “চলমান রাজনীতি” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, জাওয়াহিরি বলেছেন- যুদ্ধাপরাধী বিচারের নামে যাদের ফাঁসি দেয়া হয়েছে তারা আলেম। রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ হয়ে তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে ফাঁসি দেয়া হচ্ছে। খালেদার বক্তব্য ও আল-কায়েদার বক্তব্য একই। এতেই প্রমাণিত হয় বিএনপির সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে।
তিনি বলেন, ১৯ দলীয় জোটের অনেক নেতা আল-কায়েদা থেকে ট্রেনিং নিয়ে এসেছেন। সুতরাং জঙ্গিদের সাথে আপনাদের সম্পর্ক নেই একথা বলে লাভ নেই। আপনাদের (বিএনপি) নিরবতাই প্রমাণ করে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ততা রয়েছে।
সোমবার দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আল-কায়েদার হুমকির কথা বলে মার্কিন যুক্তরাষ্ট্রকে কাছে টানার অপকৌশল নিয়েছে সরকার। মির্জা আলমগীরের এমন বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, দলে মহাসচিবের পদ টিকিয়ে রাখতে অপপ্রচার চালাচ্ছেন ফখরুল।
সংগঠনের উপদেষ্টা ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি অ্যাডভোকেট আসাদুজ্জামান দুর্জয়, সাম্যবাদী দলের ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।