1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

সশস্ত্র বাহিনীকে সজাগ থাকতে বললেন প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮৮ Time View

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সশস্ত্র বাহিনীকে বাংলাদেশের পবিত্র সংবিধানকে রক্ষা তথা গণতান্ত্রিক ধারাকে সুসংহত করার জন্য যে কোনো হুমকি মোকাবিলায় সর্বদা সজাগ ও প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, সাংবিধানিক বাধ্যবাধকতা ও গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে ৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচন সুষ্ঠু ও সফল করতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। বাসস। প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সরব উপস্থিতি জনমনে স্বস্তি এনে দিয়েছিল। তিনি সেনাবাহিনীর সব সদস্যের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘জনগণ নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে সক্ষম হয়েছে।’ প্রধানমন্ত্রী গতকাল সকালে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাসদরের অফিসার্স মেসে (নতুন) জেনারেলদের এক সম্মেলনে ভাষণদানকালে এ কথা বলেন। সামরিক বাহিনীতে চেইন অব কমান্ড বজায় রাখার ওপর জোর দিয়ে তিনি বলেন, জুনিয়র অফিসারদের সামনে সিনিয়র অফিসারদের তাদের নৈতিকতা, সততা ও কর্তব্যনিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে নিজেদের উপস্থাপন করতে হবে। শেখ হাসিনা বলেন, তার সরকার একটি দক্ষ, আধুনিক ও শক্তিশালী সশন্ত্র বাহিনী প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ‘আমরা সরকার গঠনের পর থেকেই সশস্ত্র বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে পদক্ষেপ গ্রহণ করেছি।’ উল্লেখ্য, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। তিনি বলেন, ‘আমরা গর্বের সঙ্গে বলতে পারি, আওয়ামী লীগ সরকারের সময়ে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।’ তৃতীয়বারের মতো সরকার গঠনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তার সরকার জনগণের সেবক হিসেবে দেশ পরিচালনায় বদ্ধপরিকর এবং এক্ষেত্রে আপামর জনসাধারণের সেবায় বর্তমান সরকার সার্বক্ষণিক সেনাবাহিনীর সহযোগিতা পেয়েছে। রাষ্ট্র পরিচালনাকালীন যখনই আহ্বান জানানো হবে তখনই সেনাবাহিনী জনগণের পাশে এসে দাঁড়াবে বলে তিনি তার দৃঢ় বিশ্বাসের কথা ব্যক্ত করেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাযজ্ঞে ৫৭ সেনা কর্মকর্তা শহীদ হওয়ার কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, সে সময় তার সরকারের অঙ্গীকার ছিল সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে এই বিচার কাজ সম্পন্ন করা। তিনি বলেন, ‘আমি আমার অঙ্গীকার রক্ষায় ছিলাম দৃঢ়প্রতিজ্ঞ। স্বল্প সময়ের মধ্যে এত বড় বিচারকাজ সম্পন্ন করে আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি।’

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ