1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০২:১১ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রী সন্ত্রাসীদের উসকে দিয়েছেন: ফখরুল

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৯৫ Time View

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আত্মরক্ষার অধিকারের কথা বলে দলীয় সন্ত্রাসীদের উসকে দিয়েছেন। প্রধানমন্ত্রীর এই বক্তব্যের জন্য একদিন তাঁকে জবাবদিহি করতে হবে, বিচারের মুখোমুখি হতে হবে।

আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) ঢাকা মহানগর আয়োজিত স্মরণসভায় মির্জা ফখরুল এ কথা বলেন। আইনশৃঙ্খলা বাহিনীর হাতে নিহত যুব জাগপার নেতা মাসুদ রায়হান স্মরণে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মির্জা ফখরুল বলেন, সাংসদ আসাদুজ্জামান নূরের গাড়িবহরে হামলা অবশ্যই নিন্দনীয়। এজন্য দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু ওই হামলার পর অনেক নিরীহ মানুষকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে।

ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, গত ৫ জানুুয়ারি কোনো নির্বাচন হয়নি। ওই নির্বাচনের দিন ভোটকেন্দ্রগুলোতে কেবল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও চতুষ্পদ জন্তু দেখা গেছে। ওই ভোট মানুষ প্রত্যাখ্যান করেছে। তিনি বলেন, ‘একদিন মানুষ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আর আজ জাতির জন্য দুঃখের বিষয় হলো, সেই আওয়ামী লীগের হাতে গণতন্ত্র ধ্বংস হতে যাচ্ছে।’
টেলিভিশনের কোনো কোনো টক শোর সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, ‘অনেকে টক শোতে এসে বিএনপিকে জ্ঞান দেন। অথচ তাঁরা বলেন না, আওয়ামী লীগ জাতির সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে ক্ষমতায় এসেছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ