1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ১২:৩৬ পূর্বাহ্ন

লালবাগ কেল্লায় প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাট

Reporter Name
  • Update Time : শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮৮ Time View

রাজধানীর লালবাগ কেল্লায় ‘লাইট এন্ড সাউন্ড’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) তিন কর্মকর্তাসহ দশ জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

কর্মকর্তাদের মধ্যে তিনজন হলেন, লালবাগ, স্বামীবাগ ও নারিন্দা বিভাগের তিন নির্বাহী প্রকৌশলী। বাকি সাতজন এ তিন এলাকার পরিচালন বিভাগের কর্মচারী। বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি হয়েছে বলে জানা গেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত কমিটির সদস্য কারা তা জানা যায়নি। ওই সময় এ বিষয়ে উর্ধ্বতন কর্মকর্তারা বৈঠক করসুক্রবা

শুক্রবার সন্ধ্যায় পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী যখন লালবাগ কেল্লার ওই অনুষ্ঠানে যান, তখন তিনি অনুষ্ঠানস্থলে ঢোকার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ চলে যায়। এর সঙ্গে সঙ্গেই ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহের জন্য লালবাগের তেত্রিশ কেবি সাব স্টেশনও বন্ধ হয়ে যায়।

কর্মকর্তারা জানান, সাধারণভাবে এ রকম হওয়ার কথা না। এর পেছনে চক্রান্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাছাড়া অনুষ্ঠান স্থলে কোনো জেনারেটরও রাখা হয়নি। সাধারণত প্রধানমন্ত্রীর কোনো অনুষ্ঠানে জেনারেটরসহ সব ধরনের ব্যবস্থা রাখা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ