পদ্মা সেতুতে আরও দাতা দেশ সম্পৃক্ত করবে সরকার

পদ্মা সেতুতে আরও দাতা দেশ সম্পৃক্ত করবে সরকার

পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে আরও দাতা দেশ সম্পৃক্ত করার কথা ভাবছে সরকার।

মঙ্গলবার দুপুরে পদ্মা সেতু নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেন।

তিনি বলেন, পদ্মা সেত নিয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে সরকার সবগুলো দিকই বিবেচনা করে দেখছে।

মন্ত্রী বলেন, পিডিপি’র আওতায় যদি পদ্মা সেতু করা হয়, তাহলে এ প্রকল্প নিয়ে এরই মধ্যে সম্পাদিত চুক্তিগুলো আগে বাতিল করতে হবে। তবে বাতিলের আগে আমরা বিষয়টি নিয়ে সকলের সঙ্গে আলোচনা করতে চাই।

পদ্মা সেতুতে মালেশিয়ার বিনিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি ভিন্ন বিষয়।

তিনি আরও বলেন, পিপিপি আমাদের জন্য ব্যয় বহুল। সে কারণে সরকার ভাবছে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়নে আরও দাতা দেশ এর সঙ্গে সম্পৃক্ত করা যায় কিনা।

এক পশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেন, পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সঙ্গে এখনো সরকারের কথবার্তা চলছে। তাদের সঙ্গে সম্পর্ক এখনো শেষ হয়ে যায়নি।

তিনি বলেন, এরই মধ্যে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্পে অর্থায়নের মেয়াদ আরও ৬ মাস বৃদ্ধি করেছে। কিন্তু সেটা আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। এতোদিন অপেক্ষা করাও আমাদের পক্ষে সম্ভব নয়।

অর্থ বাণিজ্য