1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

ফেনীতে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে আহত ২০

Reporter Name
  • Update Time : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০১৪
  • ৮১ Time View

ফেনীর পরশুরামে উপজেলা নির্বাচনী মহাড়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ-বিএনপির নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবু তালেব সহ উভয় পক্ষের কমপক্ষে ২০জন আহত হয়েছে।

আজ দুপুরে পরশুরাম উপজেলার সদরে এই ঘটনা ঘটে। গুরুতর আহত আবু তালেবকে আশংকা জনক অবস্থায় ঢাকা মেডিকের কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সংঘর্ষ চলাকালে বিএনপি কর্মীরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বর্তমানে আওয়ামীলীগ মনোনিত চেয়ারম্যান প্রার্থী কামাল মজুমদারের বাড়ি ভাংচুর করে। এসময় উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন ও যুবলীগের সভাপতি আবদুল মান্নানসহ ২০ জন আহত হয়। এঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি। উপজেলার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

পরশুরাম মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বদরুল কবির জানান, উপজেলা নির্বাচনের বিএনপি সমর্থিত প্রার্থী পরশুরাম বাজারে মহড়া দেওয়ার সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল করিম নিহালকে মারধর করাকে কেন্দ্র কওে সংঘর্ষেও ঘটনা ঘটে। আহতদের পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে গুরুতর আহতদের ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

গ্রেফতার আতঙ্গে বিএনপি সমর্থিত আহত নেতাকর্মীরা বিভিন্ন বেসরকারী ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ