মহানায়িকা সুচিত্রা সেন আর নেই। এই শোকাহত সংবাদে শোবিজ মিডিয়ার সবাই বেদনাহত। সুচিত্রা সেনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ঢালিউড সুপারস্টার অনন্ত জলিলও।
সুচিত্রা সেনের এই মহাপ্রয়াণে অনন্ত জলিল বলেন, ‘সুচিত্রা সেনের মৃত্যুর সংবাদটি কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না। আমার অত্যন্ত প্রিয় এই অভিনেত্রী এখন আর নেই এটাই বাস্তবতা। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে তার অভিনীত চলচ্চিত্রগুলো আজও বাঙালির হৃদয়ে অমলিন।
এটা মেনে নেওয়া খুবই কষ্টকর যে সুচিত্রা সেন আমাদের মাঝে বেঁচে নেই কিন্তু তিনি তার কর্ম গুণে সকল ভক্ত দর্শকদের মনের দেবী হয়ে বেচে থাকবেন আজীবন৷ আমি তাঁর আত্মার শান্তি কামনা করি।’