বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় ও রবি আজিয়াটা লিমিটেডের প্রযোজনায় তৈরি বিশ্বের সবচেয়ে বড় ‘মানব পতাকা’ গ্রিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ডসে আনুষ্ঠানিক স্বৃকীতি পেয়েছে। গত ১৬ েই ডিসেম্বর বিজয় দিবসে ২৭ হাজার ১১৭ জন স্বেচ্ছাসেবী নিয়ে িএ মানব পতাকা তৈরী করা হয়ে থাকে।
শনিবার গ্রিনেজ বুক কর্তৃপক্ষ তাদের ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করে থাকে।
রাষ্ট্রপ্রতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সংবাদকে স্বাগত জানিয়েছেন।