1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ

মহানুভবতা দেখালেন সাইফ আলী খান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৩
  • ১৩৪ Time View
সাইফ আলী খানকে বলা হয় ছোটে নবাব। আর তার এই নবাবি মহানুভবতার পরিচয় পেয়েছেন ভূষণ কুমার আর তার স্ত্রী দিব্য খোসলা ভূষণ কুমার। জানা গেছে সাইফ তার একটি চলচ্চিত্রের টাইটেল কোন বিনিময় ছাড়াই দম্পতিটিকে ছেড়ে দিয়েছেন। উল্লেখ্য ‘ইয়ারিয়াঁ’ নামটি অভিনেতা-প্রযোজকটি আগেই নিবন্ধন করে রেখেছিলেন। কিন্তু এখন তিনি নামটি ভূষণ প্রযোজিত তার স্ত্রীর পরিচালনার অভিষেক চলচ্চিত্রের জন্য বিনা শর্তে উপহার হিসেবে পেয়েছেন। পরিচালক জানিয়েছেন এটি সাইফের এক উদার মনোভাবের পরিচয়।
“ভূষণ যখন চিত্রনাট্যটি সম্পর্কে জেনেছিল, সে ভেবেছিল এর জন্য ‘ইয়ারিয়াঁ’ নামটিই যথাযথ হবে। কিন্তু যাচাই করে দেখা গেল সাইফ আলী খানের কোম্পানি নামটি আগেই নিবন্ধন করে ফেলেছে। ভূষণ তার সঙ্গে কথা বলার পর তিনি কোন কিছুর বিনিময় ছাড়াই আমাদের নামটি দিয়ে দেন, এতে আসলেই তার উদারতার পরিচয় পাওয়া গেছে,” দিব্য বলেন।
এক ঝাঁক নবাগত অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে ‘ইয়ারিয়াঁ’ আগামী বছরের ১০ জানুয়ারি মুক্তে পাবে।
পরিচালকটি সালমান খানের উপস্থাপনায় ‘বিগ বস ৭’ রিয়েলিটি শোতে তার চলচ্চিত্রটির প্রচারের বিষয়েও তার অনুভূতির কথা প্রকাশ করেছেন। তিনি বলেন, “আমি জানি সালমান আর তার সঙ্গে ভূষণের ঘনিষ্ঠতা আছে। ‘বিগ বস ৭’-এ আমরা চলচ্চিত্রটির প্রচার উপলক্ষে যাচ্ছি বলে আমি আনন্দিত।”
দিব্য জানান তার স্বামী এবং টি-সিরিজের প্রধান ভূষণ কুমারের সহায়তা ছাড়া তার পক্ষে চলচ্চিত্রটি পরিচালনা করা সম্ভব হত না। – See more at: http://www.dailyinqilab.com/2013/12/10/147875.php#sthash.qZ9HSCPL.dpuf

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ