1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৪৪ অপরাহ্ন

এরশাদ বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিলে নির্বাচন সুষ্ঠু হবে ।

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৩
  • ৯৯ Time View

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিলে নির্বাচন সুষ্ঠু হবে ।
মঙ্গলবার তার বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন এরশাদ।
এরশাদ বলেন, বলা হচ্ছে, লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করা হচ্ছে। কিন্তু এটা কিভাবে হবে? সব দলীয়করণ করা হয়েছে। ডাক্তার, এসপি, বিচারক সবাই আওয়ামী লীগ, বিএনপি দুই ভাগে বিভক্ত। নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। এ অবস্থায় সমস্যার সমাধান সম্ভব হবে কি করে?
এরশাদ বলেন, ১৯৯০ সালে আমি ক্ষমতা ছেড়ে দিলাম। এরপর একটা নির্বাচনও সুষ্ঠু হলো না। তত্ত্বাবধায়ক সরকার আসলো, চলে গেলো। সুবিচার করলো না। তাহলে আমাদের বাঁচার উপায় কী? নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের সঙ্গে আলোচনা না করেই তফসিল ঘোষণা করলো। আমরা বড় দল। আমাদেরও সংসদ সদস্য রয়েছে। আমাদের সঙ্গে আলোচনা করলে পরামর্শ দিতে পারতাম।
বিরোধী দলীয় জোটের উদ্দেশ্যে তিনি বলেন, প্রতিবাদের ভাষা গাড়ি পোড়ানো, রেললাইন তুলে ফেলা কিংবা মানুষ পুড়িয়ে মারা নয়। রাস্তাঘাট বন্ধ হওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। আমরা কি এই গণতন্ত্র চেয়েছিলাম?
এরশাদ বলেন, ‘আমরা নির্বাচনের প্রস্তুতি নিয়েছি। কতটুকু সুষ্ঠু নির্বাচন হবে জানি না। আপনাদের এত আহ্বান জানালাম, শুনলেন না। নির্বাচনে অংশ না নিলে পার্টি থাকে না। আওয়ামী লীগ সরকার আমাকে নির্বাচনে অংশ নিতে দেয়নি। তবু আমার দল নির্বাচন করেছে। নির্বাচন না করলে পার্টি থাকে না। এই যে ৩০০ আসনে আমার ৮০০-১০০০ ক্যান্ডিডেট চলে এসেছে।’ তিনি আরও বলেন, ‘আমি কারও পক্ষ হয়ে কথা বলছি না। সংবিধানে যেভাবে আছে, সেভাবেই নির্বাচন হবে। কেন নির্বাচনে আসলেন না?’
মনোনয়নপত্র দাখিলের সময় বাড়ানোর দাবি জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে আবেদন করছি, আমাদেরকে সময় দিন। নির্বাচনের তারিখ ঠিক থাকুক, আপত্তি নাই। কিন্তু মনোনয়নপত্র দাখিলের তারিখ বাড়ানো হোক।নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার বিষয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন আমাদের সঙ্গে আলোচনা না করেই তফসিল ঘোষণা করলো। আমরা বড় দল। আমাদেরও সংসদ সদস্য রয়েছে। আমাদের সঙ্গে আলোচনা করলে পরামর্শ দিতে পারতাম। শুধু আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে নির্বাচন কমিশন আলোচনা করেছে বলে অভিযোগ করেন তিনি।
আমি আর জাতীয় পার্টির সঙ্গে নেই মর্মে কাজী জাফরের করা এক মন্তব্যের প্রেক্ষিতে সাংবাদিকরা তার দৃষ্টি আকর্ষণ করলে এরশাদ বলেন, আই এম দ্য চেয়ারম্যান অব জাতীয় পার্টি, আই এম দ্য ফাদার অব জাতীয় পার্টি, হোয়াট আই সে উইল বি হ্যাপেন। কাজী জাফর ডাজ নট এ ম্যাটার, আই এম দ্য ম্যাটার (আমিই জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা। আমি যা বলবো, তাই হবে। কাজী জাফর কোনো ব্যাপার না। আমিই ব্যাপার)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, আহসান হাবিব লিঙ্কন, আবু হোসেন বাবলা, যুগ্ম মহাসচিব তাজুল ইসলাম চৌধুরী এবং জাতীয় পার্টির নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক চিত্রনায়ক মাসুদ পারভেজ (সোহেল রানা)।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ