1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ অপরাহ্ন

ইইউর সিদ্ধান্তে নির্বাচনে প্রভাব পড়বে না: মুহিত

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৩
  • ৮১ Time View

muhitইউরোপীয় ইউনিয়ন আগামী নির্বাচনে কোনো পর্যবেক্ষক না পাঠালেও নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেছেন, “পর্যবেক্ষক না এলেও নির্বাচনে প্রভাব পড়বে না। আগে তো পর্যবেক্ষক ছিলই না।”

রোববার বেলা ৩টায় সিলেটে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মুহিত বলেন, “ আমাদের নির্বাচন অত্যন্ত ফেয়ার। জালিয়াতিটা শুধু খালেদা জিয়াই করেন।”

আওয়ামী লীগ কখনো নির্বাচনে জালিয়াতি করেনি বলেও দাবি করেন নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী।

ইউরোপী ইউনিয়ন জানিয়েছে, ভোট সামনে রেখে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করে তবেই নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠাবে তারা।

ইইউর পররাষ্ট্রনীতি ও নিরাপত্তা বিষয়ক হাই রিপ্রেজেনটেটিভ ক্যাথেরিন অ্যাশটন শনিবার এক বিবৃতিতে বলেন, “২০০৮ সালের মতো এবারো বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণে প্রতিনিধি পাঠনোর বিষয়টি বিবেচনা করতে ইউরোপীয় ইউনিয়ন প্রস্তুত। তবে বিষয়টি নির্ভর করবে বাংলাদেশের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতির ওপর।”

বাংলাদেশে ইইউর দূত উইলিয়াম হানাও রোববার প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দীন আহমেদের সঙ্গে বৈঠক করে একই কথা জানান।

সিলেট-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার পর রোববার দুপুরে সিলেট আসেন অর্থমন্ত্রী।

দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার জন্য সোমবার সকাল ১১টায় রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার কথা রয়েছে তার।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি নির্বাচন হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ