1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫, ০৫:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
গাজা যুদ্ধবিরতি দ্বিতীয় ধাপ শুরুর ঘোষণা দিতে চায় যুক্তরাষ্ট্র আজ আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, খালেদা জিয়ার লন্ডন যাত্রা পেছাল কোনো ছাড় নয়, ইউক্রেনকে ডনবাস ছাড়তে হবে নয়তো শক্তি প্রয়োগে স্বাধীন করব কেউ কেউ জুলাইয়ের স্পিরিটকে বিক্রি করে দিচ্ছে : শিবির সভাপতি ঢাকায় পৌঁছেছেন ডা. জুবাইদা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আজ সারা দেশে দোয়া প্রার্থনা ফাঁকা আরো ৩৬ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি ২৪ ঘণ্টার মধ্যে আইজিপিকে অপসারণে আইনি নোটিশ জুবাইদা রহমান কাল সকালে দেশে পৌঁছানোর চেষ্টা করবেন : মাহদী আমিন মধুপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালিদের ৮৮টি বন মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত

নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়ে নারায়ণগঞ্জ

Reporter Name
  • Update Time : শনিবার, ২৯ অক্টোবর, ২০১১
  • ১৩৮ Time View

সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি হয়েছে। নির্বাচনের ঠিক একদিন আগে নারয়ণগঞ্জ শহরের প্রতিটি মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিলো লক্ষ্যণীয়।

পুরো শহরে ১১টি চেক পোস্ট ছাড়াও বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। শেষ মুহূর্তে নির্বাচনে সেনা মোতায়েন না করার সিদ্ধান্তে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শনিবার সকাল থেকে দেখা যায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় ঢোকার ২ কিলোমিটার আগ থেকেই বসেছে চেক পোস্ট।

সাংবাদিক ও নির্বাচন কমিশনের স্টিকার বিহীন কোনও গাড়ি চেক পোস্ট অতিক্রম করতে দেওয়া হচ্ছে না।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান খান বাংলানিউজকে জানান, সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ৪ হাজারেরও অধিক পুলিশ, ৭শ’র বেশি র‌্যাব ও পর্যাপ্ত পরিমাণ আনসার মোতায়েন করা হয়েছে। এছাড়াও সাদা পোশাক পরিহিত পুলিশের কড়া নজরদারীও রয়েছে নগর জুড়ে।

শহর ঘুরে দেখা যায়, নারায়ণগঞ্জের তিনটি প্রবেশদ্বার, চাষাঢ়া মোড়, ২নং রেলগেট, গলাচিপা রেলগেট, নিতাইগঞ্জ বাজার, রাইফেল ক্লাব মোড়, দেউভোগ, জামতলা মোড়সহ গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া শহরের প্রতিটি রাস্তায় টহলে রয়েছে র‌্যাব ও পুলিশের টহল দল।

তবে শহরে এখন পর্যন্ত কোনও ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ