1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ০৭:৪১ পূর্বাহ্ন

‘থেমে থেমে আলোচনা চলছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৩
  • ১১১ Time View

প্রধান বিরোধীদল বিএনপির সাথে ‘থেমে থেমে’ আলোচনা চলছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী পুত্র সজীব ওয়াজেদ জয়।

sajib-wazed-joy-pic-4-6বৃহস্পতিবার জয় তার ফেসবুক স্ট্যাটাসে লেখেন, “বিএনপির সাথে থেমে থেমে আলোচনা চলছে। তথাপিও, তাদের কাছ থেকে প্রত্যাশিত মিথ্যাচার অব্যাহত রয়েই গিয়েছে।”

সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের পক্ষ থেকে ওবায়দুল কাদের একাধিকবার সাংবাদিকদের কাছে একই ধরনের মন্তব্য করে বলেন, “বিরোধীদলের সাথে নেপথ্যে আলোচনা চলছে।”

সরকারের সাথে বিএনপির যোগাযোগ নিয়ে জয় লিখেছেন, “ব্যক্তিগতভাবে তারা আমাদের ক্রমাগত বলেই চলেছে যে, তারা নির্বাচনে অংশ নিতে চায়। অথচ প্রকাশ্যে তারা সহিংসতার পথ অবলম্বন করছে।”

সংলাপের ব্যাপারে জয়ের অভিমত, “আমরা বারংবার বিএনপিকে সংলাপে বসবার জন্য আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। নির্বাচিত সর্বদলীয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনে তাদের একটি বড় ছাড় প্রস্তাব আমরা দিয়ে রেখেছি। বিএনপিকে সর্বদলীয় সরকারে তাদের পছন্দ মতো যেকোনো মন্ত্রণালয় নেয়ার জন্যও আমরা প্রস্তাব দিয়ে রেখেছি।”

সারাদেশে বিএনপি আওয়ামী লীগের নেতা-কর্মীদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে বলে অভিযোগ জয়ের। তার ভাষ্যমতে, “আমাদের কর্মীদের হত্যা করা হয়েছে, তাদের রগ কেটে দেয়া হচ্ছে এবং তাদের ওপর অন্যান্য অনেক ধরনের নৃশংসতা চালানো হচ্ছে। এগুলো প্রতিবাদের ভাষা নয়। এগুলো হত্যাযজ্ঞ।”

ব্যক্তিগত স্ট্যাটাসে জয় বিএনপির ‘চরিত্র’ প্রসঙ্গে লিখেছেন, “তারা মিথ্যাচার করেই চলে, ক্ষমতায় থাকলে নির্বাচনে কারচুপি করে এবং তারা মানুষ হত্যা করে। আবারও প্রতিবাদের নাম করে তারা সাধারণ মানুষের ওপর বোমা হামলা, ককটেল হামলা এবং অগ্নিসংযোগে লিপ্ত হয়েছে।”

“এইগুলো বন্ধ হওয়া দরকার। বিএনপি-জামায়াতের যেসব নেতা গত দুই সপ্তাহের এই হত্যার জন্য দায়ী তাদের সকলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা জরুরি। আমাদের নির্বাচন এবং গণতন্ত্র-মিথ্যাবাদী, সন্ত্রাসী আর যুদ্ধাপরাধীদের কাছে জিম্মি হয়ে থাকতে পারে না,” উল্লেখ করেন প্রধানমন্ত্রী পুত্র।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ